fbpx
হোম রাজনীতি আওয়ামী লীগের সম্মেলন নিয়ে হতাশ বিএনপি
আওয়ামী লীগের সম্মেলন নিয়ে হতাশ বিএনপি

আওয়ামী লীগের সম্মেলন নিয়ে হতাশ বিএনপি

0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন শনিবার দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। যেখানে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। তবে অনেক পদে পরিবর্তন এসেছে। এ নিয়ে ক্ষমতাসীন দলে উল্লাস থাকলেও বিরোধীরা সন্তুষ্ট হতে পারেনি। জানিয়েছেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

এনিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের পর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে ব্যক্তি ও দলের প্রশংসা- যেটাকে বন্দনা বলা হয় তা হয়েছে। কিন্তু জাতির যে সংকট সেই সংকট উত্তরণের জন্য কোনো দিক নির্দেশনা না থাকায় জাতি হতাশ হয়েছে।

বলেন, গণতন্ত্রহীন একটা অবস্থা, সংবিধানকে পুরোপুরি নস্যাৎ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে প্রায় এক দশক ধরে। তাদের সম্মেলনে সেই কথাগুলোই আবার সামনে এসেছে। ফলে জাতি সম্পূর্ণভাবে হতাশ হয়েছে। জাতির একটা প্রত্যাশা ছিল, হয়তো বা গণতন্ত্র উত্তরণের একটা পথ দেখা যাবে। কিন্তু তাদের (আওয়ামী লীগ) সম্মেলনে সেই পথ তারা দেখাতে পারেনি।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ পুরানা রাজনৈতিক দল। এদের হাতে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে এবং জোর করে ক্ষমতা দখল করে আছে। অন্য রাজনৈতিক দলকে তারা কাউন্সিল করতে দেয় না। আবার দিলেও তা একেবারে সীমিত পরিসরে দেয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *