fbpx
হোম আন্তর্জাতিক অস্ত্র তুলে নেওয়া আফগান নারী গভর্নরকে বন্দি
অস্ত্র তুলে নেওয়া আফগান নারী গভর্নরকে বন্দি

অস্ত্র তুলে নেওয়া আফগান নারী গভর্নরকে বন্দি

0

রবিবার তালেবানরা কাবুলের দখল নেওয়ার পরেই, দেশ ছাড়েন প্রেসিডেন্ট আরশদ ঘানি। দেশ ছেড়েছেন বহু রাজনীতিকও। অন্যদেশে আশ্রয় নিয়েছেন তারা। এই অবস্থায় তালেবানে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন আফগানিস্তানের প্রথম নারী গভর্নরদের একজন সালিমা মাজারি। জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। সূত্রের খবর, তাকে বন্দি বানিয়েছে জঙ্গি সংগঠনটি।

জানা গিয়েছে, কয়েক বছর আগে আফগানিস্তানে তিনজন মহিলা গভর্নর নির্বাচিত হয়েছিলেন। সালিমা মাজারি তাদের মধ্যে একজন। বলখা প্রদেশের ছাহার কিন্ট এলাকা তালেবানদের দখলমুক্ত রাখতে চেয়েছিলেন তিনি। সেজন্য যখন পুরো আফগানিস্তান জুড়ে হানাদারি চালাচ্ছিল জঙ্গি সংগঠনটি, তখন নিজের এলাকার নিরাপত্তার ভার কাঁধে তুলে নিয়েছিলেন সালিমা মাজারি। তালেবানদের সঙ্গে যুদ্ধে নামতে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে এই নির্ভীক মহিলাকেও বন্দি বানিয়েছেন তালেবানরা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, নিজের পরাক্রমে গত বছর প্রায় ১০০ জন তালেবান সেনাকে আত্মসমর্পন করতে বাধ্য করেছিলেন সালিমা মাজারি।তার নির্ভীক স্বভাবের জন্য প্রশংসাও পেয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *