fbpx
হোম বিনোদন অসংখ্য জনপ্রিয় গানের নির্মাতা আজাদ রহমানের মৃত্যুতে চেঞ্জ টিভি’র শোক
অসংখ্য জনপ্রিয় গানের নির্মাতা আজাদ রহমানের মৃত্যুতে চেঞ্জ টিভি’র শোক

অসংখ্য জনপ্রিয় গানের নির্মাতা আজাদ রহমানের মৃত্যুতে চেঞ্জ টিভি’র শোক

0

রঙিন পৃথিবীর অধ্যায় শেষ করে পরপারে পাড়ি জমালেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, বাংলা খেয়াল সঙ্গীতের পুরোধা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী আজাদ রহমান। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তি‌নি। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।

‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম।

প্লেব্যাক শিল্পী হিসেবে একবার ও সংগীত পরিচালক হিসেবে দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আজাদ রহমান।

গুণী এই শিল্পীর মৃত্যু‌তে সংগীত অঙ্গনে নে‌মে এ‌সে‌ছে শো‌কের ছায়া।

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল ও ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি. প্রেস পরিবারের নিকটজন ছিলেন  আজাদ রহমান । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গণমাধ্যমটির কর্মীদের মধ্যে ।

তাৎক্ষণিক শোক বার্তায় চেঞ্জ টিভি’র প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিক বলেন, অপূরণীয় ক্ষতি হয়ে গেলো । এ ক্ষতি পূরণ করা খুব কঠিন হবে । তাঁর মধ্যে মতো গুণী সঙ্গীতকার আর এ দেশে কবে জন্ম নেবে সেটাও বলা যাচ্ছেনা !

 

( ছবিটি স্টার ভয়েস কনটেস্ট ২০১৮ এর গ্রান্ড ফিনাল অনুষ্ঠানের )

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *