fbpx
হোম আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটে জাতিসংঘ
অর্থনৈতিক সংকটে জাতিসংঘ

অর্থনৈতিক সংকটে জাতিসংঘ

0

অর্থনৈতিক সংকটে পড়েছে জাতিসংঘ। যার পরিপ্রেক্ষিতে আগামী শনি ও রবিবার জাতিসংঘ সদর দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত সংস্থার টুইট বার্তা থেকে জানা যায়।

বিভিন্ন গণমাধ্যম বলছে, সংস্থাটি পরিচালনা করার জন্য প্রতি বছর নির্ধারিত অনুপাতে চাঁদা দেয় সদস্যভুক্ত ১৯৩টি দেশ। তবে ২০১৮-১৯ অর্থ বছরে সেই অর্থ পরিশোধ করেছে মাত্র ৩৫ দেশ। এতে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ।

সংস্থার কর্মীদের বেতন-ভাতা ছাড়াও এই বাজেটে অন্তর্ভুক্ত আছে রাজনীতি-মানবিক সহায়তা-সমাজকল্যাণ ও যোগাযোগসহ নানা খাতের খরচ। এর বাইরে আছে বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত শান্তিরক্ষা মিশনের বাজেটও।
মুলত অর্থ ঘাটতির মূল কারণ হিসেব বলা হয়েছে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্রের বকেয়া ২৬০ কোটি ডলার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *