fbpx
হোম আন্তর্জাতিক ৮৭ বছর পর আয়া সোফিয়ায় ঈদের জামায়াত
৮৭ বছর পর আয়া সোফিয়ায় ঈদের জামায়াত

৮৭ বছর পর আয়া সোফিয়ায় ঈদের জামায়াত

0

ঈদ উদযাপনের সঙ্গে সঙ্গে তুরস্কের মুসলিমদের জন্য আজ অন্যরকম এক দিন। কারণ দীর্ঘ ৮৭ বছর পর তুরস্কের ইস্তাম্বুলের আইকনিক মসজিদ আয়া সোফিয়াতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসল্লি দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দিয়ানেতের প্রধান আলি এরবাসের নেতৃত্বে এ জামায়াতে অংশ নেন।

প্রাচীন অটোমানদের রীতি অনুযায়ী তরবারি হাতে নিয়ে ঈদের বিশেষ খুতবা পাঠ করেন আলি এরবাস। খুতবায় তিনি বলেন, ব্যতিক্রমী সময়ে পালিত এই দিন আমাদের হৃদয়কে ঐক্যবদ্ধ করবে এবং আমাদের ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।

তিনি এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চালানো আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এছাড়া তিনি ফিলিস্তিনিদের জন্য বিশেষ নামাজ আদায় করেন।

আলি এরবাস বলেন, রমজান মাসের মতো একটি বিশেষ সময়ে জেরুজালেম দখল করতে এবং আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাতে ইসরায়েলি বাহিনীর হামলা মুসলিম উম্মাহর জন্য দুঃখজনক।

অতীতে ৯১৬ বছর আয়া সোফিয়া চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৪৫৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করেছেন মুসলমানরা। গত বছর এটি মসজিদের মর্যাদা ফিরে পায়।

১৯৮৫ সালে আয়া সোফিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি পায়। আইকনিক মসজিদের পাশাপাশি এ স্থাপনা তুরস্কের অন্যতম পর্যটন স্থান। প্রতি বছর অনেক বিদেশি এ স্থাপনা দেখতে আসেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *