fbpx
হোম আন্তর্জাতিক ৮৬ বছর পর ঐতিহাসিক হায়া সোফিয়ায় প্রথম জুমা
৮৬ বছর পর ঐতিহাসিক হায়া সোফিয়ায় প্রথম জুমা

৮৬ বছর পর ঐতিহাসিক হায়া সোফিয়ায় প্রথম জুমা

0

তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে ৮৬ বছর পর হাজারও মুসল্লির অংশগ্রহণে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) বহুল আলোচিত এই মসজিদে এক হাজার মুসল্লির ধারণ ক্ষমতা থাকলেও উদ্বোধনী দিনে জুমার নামাজ আদায়ের জন্য এর আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান নেন।

তুরস্কের সরকারি সংবাদসংস্থা আনাদোলু বলছে, নামাজের আগে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে এক হাজার মুসল্লি মসজিদের ভেতরে ঢোকার অনুমতি পান। তবে হাজার হাজার মানুষ মসজিদটির আশপাশের এলাকা ও রাস্তায় জুমার নামাজে অংশ নেন। নামাজে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-সহ দেশটির সরকারের ঊর্ধ্বতন আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

প্রায় দেড় হাজার বছর আগে অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান গির্জা (ক্যাথেড্রাল) হিসেবে হায়া সোফিয়া প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পর অটোমান শাসকরা এটিকে মসজিদে রূপান্তরিত করেন। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন ধর্মনিরপেক্ষ তুর্কি সরকার। ১৯৮৫ সালে জাদুঘর হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্য স্থাপনা ঘোষণা করে ইউনেস্কো। গত ১০ জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে ফের মসজিদে রূপান্তরের আদেশ দেন। মসজিদ ছাড়া অন্যকিছু হিসেবে এটির ব্যবহারকে অবৈধ বলেও জানান আদালত।

এরপর আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেয়া ঘোষণা মোতাবেক ৮৬ বছর পর ফের জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আবারও মসজিদের পূর্ণতা পেল বিশ্বের এই ঐতিহাসিক স্থাপনা।

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *