fbpx
হোম অন্যান্য ৫ দফা দাবিতে অনঢ় ছাত্র ঐক্য পরিষদ
৫ দফা দাবিতে অনঢ় ছাত্র ঐক্য পরিষদ

৫ দফা দাবিতে অনঢ় ছাত্র ঐক্য পরিষদ

0

পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

সমাবর্তনসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক আন্দোলন শুরু করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তারা জানিয়েছেন ।

গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয় । শিক্ষার্থীদের  এতে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে । বার বার প্রশ্ন উঠেছে শিক্ষার মান নিয়ে । শিক্ষক, সংকট, শ্রেণি সংকট, যত্রতত্র অনার্স খুলে বসার ফলে মান নিয়ে প্রশ্ন উঠেছে । জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনেকে বেকার তৈরির কারখানা বলে মনে করেন । দেশের শিক্ষিত বেকারদের মধ্যে ৬৭ ভাগই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ।

তাদের অন্যতম ৫ দফা দাবির মধ্যে রয়েছে,

১. প্রতিবছরে সমাবর্তন আয়োজন করতে হবে ।

২. কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবেনা ।

৩. সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার চালু ।

৪. মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে ।

৫. এবং কলেজগুলোকে শুধু সনদপ্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে ।

Like
Like Love Haha Wow Sad Angry
9

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *