fbpx
হোম আন্তর্জাতিক ৩৩৭ জন এরদোয়ান বিদ্রোহীর যাবজ্জীবন কারাদণ্ড !
৩৩৭ জন এরদোয়ান বিদ্রোহীর যাবজ্জীবন কারাদণ্ড !

৩৩৭ জন এরদোয়ান বিদ্রোহীর যাবজ্জীবন কারাদণ্ড !

0

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করার দায়ে ৩৩৭ জন সাবেক সেনা কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড হলো।

তুরস্কের আদালত ২০১৬ সালের জুলাই মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে এরদোয়ান সরকারকে উৎখাতের চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে এই আদেশ দেন দেশটির আদালত।

ঐ সময় তুরস্কের সেনাবাহিনীর একাংশ বিদ্রোহ ঘোষণা করে এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিল। রাজধানী আঙ্কারার কাছে একটি বিমানঘাঁটির ৫০০ জন বিদ্রোহ করেছিলেন ২০১৬ সালে। কামান, হেলিকপ্টার, যুদ্ধবিমান নিয়ে তাঁরা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান দখল করার চেষ্টা করেছিলেন। সেই সংঘর্ষে নিহত হয়েছিলেন ২৫০ জন।

সংবাদসংস্থা এএফপির কাছে আদালতের নির্দেশের কপি এসেছে, তাতে দেখা যাচ্ছে এরদোয়ানকে হঠানোর চক্রান্ত করার জন্য ৩৩৭ জন সাবেক পাইলট ও অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *