fbpx
হোম অন্যান্য ২৬০ কোটি বছরের পুরোনো পানি পান করলেন বিজ্ঞানী, এরপর যা বললেন !
২৬০ কোটি বছরের পুরোনো পানি পান করলেন বিজ্ঞানী, এরপর যা বললেন !

২৬০ কোটি বছরের পুরোনো পানি পান করলেন বিজ্ঞানী, এরপর যা বললেন !

0

অবাক কাণ্ড ঘটালেন এক বিজ্ঞানী। ২৬০ কোটি বছরের পুরোনো পানি তিনি পান করে বসেছেন! তাকে এমন কাজ করতে দেখে অবাক সবাই। কিন্তু কেমন ছিল সেই প্রাগৈতিহাসিক পানির স্বাদ?

ঘটনাটি যদিও ২০১৩ সালের। তবে সম্প্রতি জানা গেছে। সেই সময় কানাডার অন্টারিওয় এক খনিতে বিজ্ঞানীরা ভূপৃষ্ঠ থেকে দেড় মাইল নিচে অবস্থিত ঐ পানির সন্ধান পান। গ্র্যানাইটের মতো দেখতে পাথরের খাঁজে তা জমে ছিল। এরপর শুরু হয় ঐ পানি নিয়ে গবেষণা। নমুনা পরীক্ষা করে বোঝা যায় তা ২৬০ কোটি বছরের পুরনো। তারপরই সবাইকে অবাক করে গবেষক দলের প্রধান অধ্যাপক বারবারা শেরউড লোল্লার প্রাগৈতিহাসিক পৃথিবীর চিহ্ন ঐ পানি পান করে বসেন। যা দেখে তাক লেগে যায় আশপাশের সবারই।

কিন্তু কেমন ছিল ঐ পানির স্বাদ? এককথায় বলতে গেলে মোটেই সুবিধার নয়। বারবারা জানাচ্ছেন, ভয়ানক নোনতা স্বাদের ঐ পানি। খেতে খানিক ম্যাপল সিরাপের মতো চটচটে। পানিতে এমনিতে কোনো রং ছিল না। তা বর্ণহীনই ছিল। কিন্তু বাইরে আনতেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি হয়ে যায় কমলা রঙের।

 

 

সূত্র: সংবাদ প্রতিদিন

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *