fbpx
হোম আন্তর্জাতিক ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন রামাস্বামী
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন রামাস্বামী

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন রামাস্বামী

0

যুক্তরাষ্ট্রে আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামী। ফক্স নিউজের প্রাইম টাইম শোতে এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার নিক্কি হিলির পর রিপাবলিকান পার্টির দ্বিতীয় সদস্য হিসেবে রামাস্বামী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। খবর সিএনএনের।

বিবেক রামাস্বামী জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘যোগ্যদের ফিরিয়ে আনা’ এবং চীনের ওপর নির্ভরতা কমাতে কাজ করবেন তিনি। ৩৭ বছর বয়সি রামাস্বামীর মা-বাবা ভারতের কেরালা থেকে যুক্তরাষ্ট্রে যান। তারা ওহাইওর জেনারেল ইলেকট্রিকে কাজ করেন।

দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক যিনি রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর আগে এ মাসের শুরুতে সাউথ ক্যারোলিনার দুবারের গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের দায়িত্ব পালন করা নিক্কি হালে প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন।

নিক্কি হালে জানান, রিপাবলিকানদের নমিনেশন পেতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করবেন তিনি। দ্বিতীয় প্রজন্মের ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রামাস্বামী ২০১৪ সালে রোভান্ট সায়েন্স প্রতিষ্ঠা করেন। এ ছাড়া ২০১৫ ও ২০১৬ সালে বৃহৎ বায়োটেক আইপিওর নেতৃত্ব দেন, যেটি পরবর্তী সময়ে এফডিএ অনুমোদিত একের অধিক রোগের সফল ক্লিনিক্যাল ট্রায়াল চালায়। রামাস্বামী পরে আরও সফল হেলথ কেয়ার এবং প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রামাস্বামী বলেন, ‘আমরা সবাই আমেরিকাকে শীর্ষে দেখতে চাই। এ জন্য সবার আগে আমাদের আমেরিকা কী, তা বুঝতে হবে। এটাই আমার মূল লক্ষ্য। অভিজাততন্ত্র থেকে স্বশাসন এবং বাকস্বাধীনতার পথে যাত্রায় জাতিকে নেতৃত্ব দিতে চাই আমি।’

চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি মনে করেন রামাস্বামী।

এটিই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান চ্যালেঞ্জ। তাই ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি প্রণয়নে চীনের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পদক্ষেপকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লড়তে চান। নিক্কি হালের পর এবার ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন বিবেক রামাস্বামী।

এ ছাড়া রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সাউথ ক্যারোলিনার সিনেটর টিম স্কটের নামও শোনা যাচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *