fbpx
হোম অন্যান্য ২০২০ সালকে স্বাগত জানালেন লাখো মানুষ
২০২০ সালকে স্বাগত জানালেন লাখো মানুষ

২০২০ সালকে স্বাগত জানালেন লাখো মানুষ

0

স্বাগত ২০২০ । প্রতিদিনের মতো আজও সূর্য উঠেছে। শীতের কুয়াশা সরিয়ে উঁকি দিয়েছে উজ্জ্বল রোদ। কিন্তু অন্য যে কোনো দিনের চাইতে আজকের ভোরের আলো যেন বেশি মায়াময়। নতুন স্বপ্নের কথা বলছে। বলছে, সামনের দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময়তা ছড়িয়ে যাবে সর্বত্র। তমসা কেটে পূর্ব দিগন্তে আবহমান সূর্য আবার শুরু করল নতুন যাত্রা।

‘সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না’- এই সত্যকে তুলে ধরেছে নতুন বছরের প্রথম সূর্যোদয়। স্বপ্ন আর দিন বদলের অপরিমেয় প্রত্যাশার আলোয় উদ্ভাসিত শুভ নববর্ষ। সুপ্রভাত বাংলাদেশ, স্বাগত ২০২০! হ্যাপি নিউইয়ার ২০২০। অভিবাদন নতুন সৌরবর্ষকে। সেই একই সূর্য, একইভাবে উঠছে পূর্বাকাশ আলো করে। তবু তার উদয় ভিন্নতর। আজকের দিনটিও আলাদা।

কারণ একটি নতুন বর্ষপরিক্রমা শুরু হলো আজ বুধবার থেকে। সোনালি স্বপ্নের হাতছানি নিয়ে উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। ভরা পৌষে কুয়াশার হিমেল চাদর ছিন্ন করে উদ্ভাসিত হলো সোনালি আলোর সকাল। কাল পরিক্রমায় দ্বারোদঘাটন হলো প্রকৃতির নতুন নিয়মে নতুন বছর ২০২০’র। চেতনায় জাগ্রত আবহমান সেই মাঙ্গলিক বোধ-অতীতের জীর্ণতা অতিক্রান্ত দিনমাস পঞ্জির হিসাব থাক বিস্তৃতির কালগর্ভে, প্রত্যাশায় বুক বাঁধি নতুন দিনের সূর্যোলোকে-তবে উদ্ভাসন হোক সজীব-সবুজ নতুনতর সেই দিনের; যা মুছে দেবে অপ্রাপ্তির বেদনা, জাগাবে নতুন প্রত্যয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবার প্রেরণা।

সরেজমিনে গতকাল বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা গেছে, ডুবে গেল ২০১৯ সালের সূর্য। অনেক প্রাপ্তি, শঙ্কা, হতাশা, ক্লান্তি ও নানা ঘটনা আর উপ-ঘটনায় শেষ হল একটি বছর। বিশেষ করে বিশ্বের আলোচিত ইস্যু ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন আর ইয়াবা ও জলদস্যু আত্বসমর্পন। বছরের শুরু থেকে দেশের পরিস্থিতি কিছুটা রাজনীতি উত্তাপ থাকলেও শেষের দিকে ছিল রোহিঙ্গা প্রীতি। বিজ্ঞজনের মতে, ২০১৯ সালের শুরুতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল আলোচনা-সমালোচনার বছর। এক্ষেত্রে উন্নয়নে পিছিয়ে ছিল না কক্সবাজারও। তবে যাই হোক নতুন করে এই বছরটি কক্সবাজারের মানুষের প্রাপ্তির বছর।

২০১৯ সালে রাজনৈতিক পরিস্থিতি ছিল মোটামুুটি শান্ত ও সৌহার্দ্যপূর্ণ। ২০১৯ সালে পর্যটনও পেয়েছে এক নতুন মাত্রা। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দীর্ঘদিনের লোকসান প্রায় পুষিয়ে উঠেছে পর্যটন ব্যবসায়ীরা। একই ভাবে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, গ্রামীন অবকাঠামোগত মোটামুটি উন্নয়ণেও পিছিয়ে ছিলনা কক্সবাজার। এদিকে ২০১৯ সালের শেষ সূর্যকে বিদায় জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে মিলিত হয় লাখো মানুষ। তাদের প্রত্যাশা ২০১৯ সালের চেয়ে একটি সমৃদ্ধ কক্সবাজার গঠনে ২০২০ সাল শান্তিপূর্ণ এবং সবার জন্য সুখবর নিয়ে আসে। সেই কামনায়।

Like
Like Love Haha Wow Sad Angry
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *