fbpx
হোম বিনোদন ১৮ বাবার একটা বাচ্চা কখনও মানুষ হয় না: অনন্ত জলিল
১৮ বাবার একটা বাচ্চা কখনও মানুষ হয় না: অনন্ত জলিল

১৮ বাবার একটা বাচ্চা কখনও মানুষ হয় না: অনন্ত জলিল

0

ঢাকাই ছবির আলোচিত অভিনেতা , প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল বলেছেন, ১৮ বাবার একটা বাচ্চা কখনও মানুষ হয় না।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনকে ঘিরে সিনেমা অঙ্গনে চলমান বির্তকিত সব কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

শিল্পী সমিতির এবারের নির্বাচন নিয়ে দলাদলি, কাদা ছোঁড়াছুড়ির বিষয়টিতে বিরক্ত ও হতাশ হয়েছেন অনন্ত।

তার মতে, নির্বাচন না থাকলে বিএফডিসিতে এসব নোংরামো ঘটত না। সিনেমা অঙ্গনের এমন বেহাল দশা হতো না।

‘মোস্ট ওয়ান্টেড’ খ্যাত তারকা বলেন, ‘আমাদের সম্মানিত শিল্পী, পরিচালক, প্রযোজক এবং যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন; এমন সদস্যদের নিয়ে একটা কমিটি থাকলে- চলচ্চিত্রের একটা ফাদার থাকতো! কিন্তু এখন ১৮টা সংগঠনের একজন করে সভাপতি মানে ১৮জন বাবা! ১৮ বাবার একটা বাচ্চা কখনও মানুষ হয় না।’

বৃহস্পতিবার নিজের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’-এর গান প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন অনন্ত জলিল।

নির্বাচন ব্যবস্থার ওপরই বিরক্ত এ অভিনেতা।

নির্বাচনের উপর সব ক্ষোভ উগড়ে দিয়ে এ নায়ক বলেন,  ‘কোনও কিছু অতিরিক্ত ভালো না। আমি প্রথম থেকেই নির্বাচনের বিপক্ষে। নির্বাচনের কারণে আজকে ইন্ডাস্ট্রির এমন দশা হয়েছে। নিপুণ কিংবা জায়েদ যেই নির্বাচন করুক, সেটা বিষয় নয়। তারা একে অপরকে দোষারোপ করছেন, সেটাও বিষয় নয়। এখানে মূল সমস্যাটাই হচ্ছে নির্বাচন!’

প্রসঙ্গত, রাজনীতি বা নির্বাচনের মাঠে কখনোই নামবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *