fbpx
হোম ক্রীড়া ১৭ বছরে ৯৫ বছরের রেকর্ড ভাঙলো মুসলিম খেলোয়াড় !
১৭ বছরে ৯৫ বছরের রেকর্ড ভাঙলো মুসলিম খেলোয়াড় !

১৭ বছরে ৯৫ বছরের রেকর্ড ভাঙলো মুসলিম খেলোয়াড় !

0

১৭ বছর ৩১১ দিন বয়সে গোল করে স্পেনের ফাতি ভেঙেছেন ৯৫ বছরের পুরনো রেকর্ড। ক্লাব ফুটবলে বার্সেলোনা জার্সিতে আগেই একাধিক নজির গড়েছিলেন। এবার দেশের হয়ে কীর্তি স্থাপন আনসু ফাতি।

সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন বার্সেলোনার মুসলিম ফরোয়ার্ড আনসু ফাতি। উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে স্পেনের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচের তৃতীয় গোলটি করে ইতিহাসে জায়গা করে নেন ফাতি।

এবার যে রেকর্ডটা ভাঙলেন সেটি এতদিন ছিল হুয়ান এরাজকিনের দখলে। ১৯২৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ দিন বয়সে গোল করেছিলেন তিনি। নেশন্স কাপের আগের ম্যাচে জার্মানির বিপক্ষে বদলি নেমে স্পেনের জার্সিতে অভিষেক হয় ফাতির।

সবচেয়ে কম বয়সী হিসেবে নেশন্স লিগে শুরুর একাদশে খেলতে নামার রেকর্ড এখন তার। ম্যাচের ৩২তম মিনিটে গোল করে প্রতিযোগিতাটির সবচেয়ে কম বয়সী গোলদাতাও এখন তিনি।

ইউক্রেনের বিরুদ্ধে তাকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছিলেন কোচ লুই এনরিকে। ম্যাচের তৃতীয় মিনিটে তাকে রুখতে গিয়েই বক্সের মধ্যে ফাউল করেন ইউক্রেনের ডিফেন্ডার। পেনাল্টি পায় স্পেন। যা থেকে লক্ষ্যভেদ র‌্যামোসের (১-০)। এরপর ২৯ মিনিটে ড্যানি ওলমোর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান অভিজ্ঞ ডিফেন্ডারটি (২-০)। জাতীয় দলের হয়ে এটি র‌্যামোসের ২৩তম গোল। তিন মিনিট পরেই ইউক্রেনের জাল কাঁপিয়ে রেকর্ড বুকে নাম তোলে ফাতি (৩-০)। ম্যাচের শেষ লগ্নে বিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন ফেরেন তোরেস (৪-০)।

ম্যাচ শেষের ফাতির প্রশংসায় পঞ্চমুখ কোচ এনরিকে। তিনি বলেন, এত কম বয়সে এরকম প্রতিভাসম্পন্ন ফুটবলার খুব কমই রয়েছে। সবচেয়ে বড় কথা, সাফল্য ফাতির ফোকাস নষ্ট করতে পারেনি। ও এই বিষয়ে খুবই পরিণত। জানে, কীভাবে মাটিতে পা রেখে নিজেকে এগিয়ে নিতে যেতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *