fbpx
হোম অন্যান্য ১৩ তারিখ ১৩টা ১৩ মিনিটে ১৩ বছরের কিশোরের উপর বাজ পড়লো !  এরপর…
১৩ তারিখ ১৩টা ১৩ মিনিটে ১৩ বছরের কিশোরের উপর বাজ পড়লো !  এরপর…

১৩ তারিখ ১৩টা ১৩ মিনিটে ১৩ বছরের কিশোরের উপর বাজ পড়লো !  এরপর…

0

দিনটি ছিল ১৩ তারিখ শুক্রবার। ঘড়ির কাঁটায় তখন ১৩টা বেজে ১৩ মিনিট। বজ্রাঘাতে শরীর পুড়ে গিয়েও মৃত‍্যুমুখ থেকে বেঁচে ফিরলো ১৩ বছরের কিশোর।

সংখ‍্যাটি নিয়ে চর্চাও হয় বিস্তর। কথায় রয়েছে ‘আনলাকি থার্টিন’। কিছু ক্ষেত্রে এই ধারণা বদলে যায়। আবার কিছু ক্ষেত্রে এই সংখ‍্যার অভিঘাত জীবনে এমন ভাবে পড়ে যে, মনে থেকে যায় আজীবন। সমুদ্রের ধারে খেলা করছিল এক কিশোর। আকাশের অবস্থা ভাল ছিল না। ঘন ঘন বিদ‍্যুৎ চমকাচ্ছিল। কালো হয়ে এসেছিল চারদিক।

প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত তোয়াক্কা না করেই খেলা করছিল সে। আকাশে আলোর এই ঝলকানি তাকে মোহাবিষ্ট করে তুলেছিল। বজ্রাঘাত হতে পারে জেনেও সে চলে যায়নি। হঠাৎই তার কাঁধে বাজ পড়ে। বজ্রাঘাতে কাঁধের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এতদূর জেনে অনেকেরই মনে হতে পারে, এই ঘটনার সঙ্গে ১৩-র যোগ কোথায়। বজ্রাঘাতে আহত হওয়া, এমনকি মৃত্যুর ঘটনা নতুন নয়। হামেশাই হয়ে থাকে এমনটা। ১৩ সংখ্যাটি এই ঘটনার সঙ্গে কীভাবে জড়িত? অনেকের মনেই উঁকি দিচ্ছে সে প্রশ্ন।

বজ্রাঘাতে আক্রান্ত কিশোরের বয়স ১৩ বছর। ঘটনাটি যখন ঘটে, ঘড়িতে তখন ১৩টা বেজে ১৩ মিনিট। দিনটি ছিল শুক্রবার, ১৩ তারিখ। ইংল্যান্ডের এক সমুদ্রসৈকতে এই ঘটনাটি ঘটে। ঐ কিশোরের কাঁধের অংশটি এমন ভাবে ঝলসে গিয়েছিল যে বাঁচার আশা ছিল না।

বাজ পড়ার সঙ্গে সঙ্গে ঐ কিশোরকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিশোর শারীরিক অবস্থা কতটা আশঙ্কাজনক ছিল, তা জানিয়েছেন অ্যাম্বুল্যান্সের চালক রেক্স ক্লার্ক। রেক্সের কথায়, ‘কাঁধ পুরো পুড়ে গিয়েছিল। বাঁচার আশা ছিল না একেবারে। জোরে শ্বাস নিচ্ছিল। অজ্ঞানও হয়নি। বরং সচেতন ছিল।’ যে অবস্থায় আহত ঐ কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাতে শুধু রেক্স নয়, বাকিদেরও মনে হয়েছিল বাঁচবে না।

ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরো দুইজন। বজ্রাঘাতে আক্রান্ত হন তারাও। তবে তাদের আঘাত ঐ কিশোরের মতো গুরুতর ছিল না।

 

সূত্র: আনন্দবাজার

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *