fbpx
হোম অন্যান্য হতাশ কুড়িগ্রামের কৃষকরা
হতাশ কুড়িগ্রামের কৃষকরা

হতাশ কুড়িগ্রামের কৃষকরা

0

কুড়িগ্রামে সরকারি ধান সংগ্রহ অভিযানে গতি আসেনি। জেলায় লক্ষ্যমাত্রার ৩ ভাগও ধান এখন পর্যন্ত কেনা হয়নি। সংগ্রহ অভিযান ধানের দামে বাজারে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে না পারায় হতাশ কৃষকরা।

কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার মধ্যে ৪ উপজেলায় সামান্য ধান কেনা হলেও ৫ উপজেলায় এখন পর্যন্ত ক্রয় অভিযান শুরু হয়নি। এরমধ্যে রাজারহাট উপজেলার ৭ ইউনিয়ন থেকে ১ হাজার ২৬৪ টন ধান কেনার জন্য কৃষি বিভাগ ৩০ হাজারের মতো কৃষকের তালিকা উপজেলা সংগ্রহ কমিটির কাছে দাখিল করে। এরমধ্যে ৩ ইউনিয়নে লটারি করে ৭৬১ জন কৃষক বাছাই করে প্রত্যেককে ৬০০ কেজি ধান বিক্রির জন্য খাদ্য গুদামে তালিকা পাঠানো হয়েছে। তারপরও ধান কেনা শুরু হয়নি। এ অবস্থায় হাটবাজারে নতুন ধান সর্বোচ্চ ৫৮০ টাকা মণ দরে বিক্রি হওয়ায় হতাশ কৃষকরা।

আবহাওয়া প্রতিকূল হওয়ায় ধানের নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা নিয়ে সমস্যা হচ্ছে। এজন্য এখন পর্যন্ত ধান কেনা শুরু করা সম্ভব হয়নি বলে জানান কুড়িগ্রাম রাজারহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *