fbpx
হোম জাতীয় সড়ক নিরাপত্তা বিধান একটি চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের
সড়ক নিরাপত্তা বিধান একটি চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের

সড়ক নিরাপত্তা বিধান একটি চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে নিরাপত্তা বিধান করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, রাজধানীর সঙ্গে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা ও সড়ক নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করছে সরকার।

বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় নয়ার হাট সেতুর (৪ লেন) নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন সেতুমন্ত্রী।

নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এই মহাসড়কের গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। এই সড়ককে পরিচ্ছন্ন রাখা এবং এর উপরে যত্রতত্র ব্যানার-ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন তিনি।

তিনি এয়ারপোর্ট রোডসহ রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার সড়ক সমূহের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার ওপরও জোর দেন। তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যাপারে আশা প্রকাশ করেন।

নয়ারহাট দ্বিতীয় সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে আরো যুক্ত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্টরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *