fbpx
হোম অন্যান্য স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে জামালপুর
স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে জামালপুর

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে জামালপুর

0

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে জামালপুর। যমুনার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার প্রায় ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে। এতে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ। অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং তেমন কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় শুকনো জায়গার অভাবে মাথা গোঁজার ঠাঁই মিলছেনা অসংখ্য মানুষের।

খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র। সেই সঙ্গে গবাদি পশুর খাদ্য সংকটও কষ্ট বাড়াচ্ছে তাদের। অধিকাংশ রাস্তাঘাট বন্যার পানির তোড়ে চলাচলের অযোগ্য হয়ে। বন্ধ হয়ে গেছে জামালপুর থেকে সরিষাবাবাড়ি ও দেওয়ানগঞ্জ অভিমুখী ট্রেন। দুর্গত এলাকাগুলোতে চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে নৌকা কিংবা কলা গাছের ভেলা।

দুর্গত এলাকার মানুষজনের চোখে মুখে এখন শুধুই অসহায়ত্বের ছাপ। ঘরে চাল-ডাল থাকলেও উপায় নেই রান্ন করার। অধিকাংশ ঘরই ডুবে গেছে । আশ্রয় নেওয়ার মতো উঁচু জায়গাগুলোতেও অবশিষ্ট নেই তেমন। দুর্গত মানুষের সাহায্যার্থে সরকারী সাহায্য অপ্রতুল থাকায় খাবারের জন্য চলছে হাহাকার। সরকারি বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রসাশন । কিন্তু বর্তমান অবস্থায় তড়িত পদক্ষেপ না নেওয়া হলে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে ঘটতে পারে মানবিক বিপর্যয়।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *