fbpx
হোম আন্তর্জাতিক স্বস্তি পেল অস্ট্রেলিয়াবাসী
স্বস্তি পেল অস্ট্রেলিয়াবাসী

স্বস্তি পেল অস্ট্রেলিয়াবাসী

0

সাময়িক স্বস্তি পেল অস্ট্রেলিয়াবাসী। প্রায় ১ মাস ধরে দাউ দাউ করে জ্বলছে দেশের জঙ্গল। আগুনের বলয়ে আটকে পড়েছেন নিরাশ্রয় মানুষ। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ২৪ জনের। তাপমাত্রা সময়ে সময়ে অসহনীয় হয়ে পড়েছে। অবশেষে দেখা মিলল বৃষ্টির। আবহাওয়াবিদদের ধারণা, এর ফলে দাবানলও কমবে। নিভবে আগুন।

যদিও আবহাওয়া দফতর আরও একটি সতর্কবার্তা দিয়ে রেখেছে। বলা হয়েছে, বৃষ্টি দেখে আনন্দ করার কারণ নেই। কারণ এ বৃষ্টি সাময়িক। ফের দাবদাহ শুরু হতে পারে। বাড়তে পারে দূষণের মাত্রাও। বস্তুত গত কয়েক দিন ধরে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে দূষণের মাত্রা সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে।

আগুন নেভানোর ভূমিকা নিয়ে ইতোমধ্যে কাঠগড়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশবাসীর বক্তব্য যেভাবে যুদ্ধকালীন তৎপরতা মোকাবিলা করা উচিত ছিল, প্রধানমন্ত্রী তা করেননি। উপরন্তু এমন পরিস্থিতিতে নতুন বছরে আতশবাজির প্রদর্শনও বন্ধ করতে দেননি। চাপের মুখে প্রধানমন্ত্রী সোমবার (৬ জানুয়ারি) আগুন মোকাবিলার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন। তাতেও তার সমালোচনা থামছে না। অনেকেই বলছেন, এ কাজ অন্তত কয়েক সপ্তাহ আগে করা উচিত ছিল।

গত নভেম্বরেও দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলসে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় আগুনের কারণে মৃত্যু হয়েছে ২৪ জনের। গৃহহারা কয়েক হাজার মানুষ। বিভিন্ন অঞ্চলে আগুনের বলয়ে আটকে আছেন বহু মানুষ। কীভাবে ফের তারা স্বাভাবিক জীবনে ফিরবেন, সেটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন।

সূত্র : ডয়চে ভেলে

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *