fbpx
হোম প্রবাস স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি এমপি নির্বাচিত
স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি এমপি নির্বাচিত

স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি এমপি নির্বাচিত

0

স্কটল্যান্ডের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের ফয়সল চৌধুরী।

গত ৬ মে অনুষ্ঠিত স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির মনোনয়ন নিয়ে লোদিয়ান রিজিওন্যাল আসন থেকে তিনি জয়লাভ করেন। শনিবার দিবাগত রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ফয়সল চৌধুরী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামের গোলাম রাব্বানী চৌধুরীর ছেলে। তরুণ বয়সেই তিনি মা-বাবার সঙ্গে ইংল্যান্ড পাড়ি জমান। সেখানে ছাত্র জীবন থেকেই পারাবারিক ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে জড়িয়ে পড়েন। এমবিই স্কটল্যান্ড পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের জোয়ার বইছে।

প্রতি চার বছর পর পর ১২৯ জন এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হন। ২০১৭ সালে অনুষ্ঠিত ওয়েস্ট মিনস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে এ পার্টি থেকে লড়াই করেছিলেন তিনি। এর আগে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’র সমন্বয়কারী ছিলেন ফয়ছল চৌধুরী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *