fbpx
হোম প্রবাস সৌদিতে প্রবাসীদের নিয়ে গোল্ড কাপ-২০১৯ উদ্বোধন
সৌদিতে প্রবাসীদের নিয়ে গোল্ড কাপ-২০১৯ উদ্বোধন

সৌদিতে প্রবাসীদের নিয়ে গোল্ড কাপ-২০১৯ উদ্বোধন

0

সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো শুরু হয়েছে এসটিসি-পে বিজয় গোল্ড কাপ ২০১৯।
শুক্রবার (৮ নভেম্বর) ১৬টি দল নিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয় এসটিসি-পে বিজয় গোল্ড কাপ ২০১৯।

উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায়, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেজের আয়োজনে, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের আইন সহায়তাকারী মামুনুর রশিদ , আব্দুল হালিম নিহন এবং ফৌজিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ
দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম ।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন এবং টুর্নামেন্টে অংশ নেয়া ১৬ টিমকে অভিনন্দন জানান মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস টিসি পে এর তাহমীর আল হারবি, মানছুর আল ওতাইবি, আনাস আন শিমালি, কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইউসুপ। বিশিষ্ট ব্যবসায়ী কারী আব্দুল হাকিম, কাপ্তান হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মীর রাসেল সুজন, আছিফ মাহমুদ, মোহাম্মদ ফয়সাল, রিয়াদ বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মোসতাক আহমেদ, অধ্যক্ষ আফজাল হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে আগত অতিথি এবং স্পন্সদের শুভেচ্ছা বক্তব্যের পর ৪টি গ্রুপের ৮টি দলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় ।

এবারের ‘এসটিসি-পে বিজয় গোল্ড কাপ–২০১৯ ‘ মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে, দলগুলো যথাক্রমে-
সৌদি প্রবাসী ফুটবল ক্লাব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখা, প্রবাস বাংলা ফুটবল ক্লাব, প্রিন্ট টুডে ফুটবল ক্লাব, প্রাইড অপ বেঙ্গল ফুটবল ক্লাব, সুলমানিয়া লাইন্স ক্লাব, শহীদ সালাম স্পোটিং ক্লাব, ফাইটিং স্ট্রাইকার, বাথা প্রবাসী ফুটবল ক্লাব, আল খারিজ ফ্রেন্ডস ক্লাব, ফ্রেন্ডস সার্কেল ফুটবল ক্লাব, ইউনাইটেড উজারাত ফুটবল ক্লাব, ইয়াং স্টার ক্লাব আজিজিয়া, ওলাইয়া কম্পিউটার মার্কেট কল্যান সমিতি, সিফা কিংস ফুটবল ক্লাব ও ইউনিক স্পোর্টিং ক্লাব।

এদিকে এসটিসি-পে বিজয় গোল্ড কাপ–২০১৯ এ স্পন্সর করেন ঢাকা মেডিকেল সেন্টার, প্রাণ, প্রিমিয়াম সুইটস, প্রিন্ট টুডে, ফয়সাল সি সি টিভি ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *