fbpx
হোম প্রবাস সৌদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সৌদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সৌদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

0

সৌদি আরবে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে । পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা ।

শুক্রবার সকাল ৯ টায় রিয়াদ দূতাবাসে অনুষ্ঠান শুরু হয় । জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, অস্থায়ী শহীদ মিনারে ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদ এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।

দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত জয় । দূতাবাসের কাউন্সিলর হুমায়ুন কবির এর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতির দেয়া বাণী পাঠ করেন ইকনোমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসান । প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কল্যাণ কাউন্সিলর (স্থানীয়) মো: আসাদুজ্জামান ।

সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ । দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাহবুব, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি ইছা উল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ মহানগর সভাপতি সৈয়দ মো: জিয়া উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলীসহ প্রমূখ ।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *