fbpx
হোম বিনোদন সুশান্তকে সত্যিই খুন করা হয়েছে ! গোপন অডিও রেকর্ডে প্রমাণ…
সুশান্তকে সত্যিই খুন করা হয়েছে ! গোপন অডিও রেকর্ডে প্রমাণ…

সুশান্তকে সত্যিই খুন করা হয়েছে ! গোপন অডিও রেকর্ডে প্রমাণ…

0

এবার ভারতীয় এক বেসরকারি সংবাদ সংস্থা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়ে দাবি করে বলছেন, তাদের কাছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ( AIIMS) এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তর অডিও রেকর্ড রয়েছে, যাতে তিনি নাকি সুশান্তের মৃত্যুর ঘটনাকে ‘খুন’ হিসেবে উল্লেখ করেছেন।

গত ২৯ জুন সিবিআইকে সুশান্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল AIIMS। তারপরই সুধীর গুপ্তা জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যু ঝুলন্ত অবস্থার শ্বাসরোধ হওয়ার কারণেই হয়েছে এবং তা আত্মহত্যা। কিন্তু ওই সংবাদমাধ্যমের দাবি, গত ২২ আগস্ট সুধীর গুপ্তর এই অডিও রেকর্ড হয়েছিল, যাতে তিনি নাকি জানিয়েছিলেন- সুশান্তকে যে খুন করা হয়েছে সে বিষয়ে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। সুশান্তের ময়নাতদন্তে তাড়াহুড়ো করা হয়েছিল বলেও জানান তিনি। ভিসেরা নমুনা ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেন।

এর আগেই জানা গিয়েছিল, সুশান্তের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশই AIIMS-এর ফরেনসিক বিভাগ হাতে পেয়েছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নতুন ফরেনসিক টিম দিয়ে ভিসেরা নমুনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং।

সুশান্ত মামলায় এবার সিবিআই তদন্তের ওপরই ভরসা রাখছেন তার বোন শ্বেতা সিং কীর্তি এবং প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন দু’জন।

 

 

সূত্র: সংবাদ প্রতিদিন

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *