fbpx
হোম অন্যান্য সুনামগঞ্জে দখলদারিত্বের সংঘর্ষে নিহত হলো মাদ্রাসা ছাত্র
সুনামগঞ্জে দখলদারিত্বের সংঘর্ষে নিহত হলো মাদ্রাসা ছাত্র

সুনামগঞ্জে দখলদারিত্বের সংঘর্ষে নিহত হলো মাদ্রাসা ছাত্র

0

সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ ইউনিয়ন বাসস্টান্ট দখলের সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত।

ইউনিয়নের কুশিয়ারা নদীর দক্ষিণপাড়ের বাসস্ট্যান্ড দখল নিয়ে শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নবীগঞ্জের ছাব্বির মিয়া (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত ছাব্বির নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের আব্দুল কাইয়ুমের ছেলে। সে দীর্ঘদিন ধরে তার মামা নোয়াগাঁও গ্রামের ইজাজ মিয়ার বাড়িতে থেকে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো।

জানা যায়, দীর্ঘদিন থেকে বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুটি পক্ষের বিরোধ চলছিল। তারই জেরে সন্ধ্যায় এ নিয়ে আবু তাহের মজনু ও ইজাজ মিয়া নামে স্থানীয় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে মজনু মিয়ার পক্ষের লোকজনদের গুলিতে মাদ্রাসার ছাত্র ছাব্বির মিয়া নিহত এবং মোজাম্মেল ও আকবর আলী আহত হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *