fbpx
হোম বিনোদন সিয়াম-পরীর ছবিতে জাফর ইকবালের গান
সিয়াম-পরীর ছবিতে জাফর ইকবালের গান

সিয়াম-পরীর ছবিতে জাফর ইকবালের গান

0

শিক্ষাবিদ, জনপ্রিয় সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রথমবারের মতো গান লিখেছেন। গানটি তিনি লিখেছেন আবু রায়হান জুয়েল পরিচালিত সিয়াম ও পরীমনি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য।

চমকপ্রদ এ খবরটি পরিচালক আবু রায়হান জুয়েল চ্যানেল আই অনলাইনকে জানিয়ে বলেন, স্যার এই প্রথম গান লিখলেন।

মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। পরিচালক বলেন, গল্পে একটি দৃশ্যে বাচ্চাদের গোসলের দৃশ্য রয়েছে। স্যারকে বলেছিলাম, স্যার এখানে বাচ্চাদের গোসলের দৃশ্যে তাদের একটা গান ডিম্যান্ড করে। উনি বলেছিলেন, যেটা ভালো হয় করো। তখন বলেছিলাম, স্যার লিখে দেন।

পরিচালক আবু রায়হান জুয়েলের ভাষ্যে ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথোপকথন ছিল এমন, স্যার বলেছিলেন, আমি কখনও গান লিখি নাই। তবে দেখি কবিতার মতো কিছু একটা লেখার চেষ্টা করি। পছন্দ হলে নিও। নইলে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিও। স্যার লিখে পাঠানোর পর সংগীত পরিচালক ইমন চৌধুরীকে দেই। উনি মিউজিক করার পর সুপার মনে হয়েছে।

”আমাদের ছবির উপদেষ্টা এবং টিম সদস্যরাও গানটি শুনে প্রশংসা করেন। তবে স্যার সন্দিহান ছিলেন গানটি আদৌ ভালো হয়েছে কিনা! শুটিং করে গানটি ভিডিও আকারে স্যারকে মেইলে পাঠাই। তিন মিনিট পরেই স্যার কল ব্যাক করে খুশী হয়ে মজা করে আমাকে বলেন, তোমাকে মাইর দেয়া উচিত। গান তো অনেক সুন্দর হয়েছে। তোমার ম্যাডামকে নিয়ে দেখলাম।”

গানটির নাম ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান পানি ঢেলে তাড়াতাড়ি’। সংগীত পরিচালনায় পাশাপাশি এ গানের সুর করেছেন ইমন চৌধুরী। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন, ১০জন নতুন শিশু শিল্পী। পরিচালক বলেন, গানের ভিডিওতে ১৪ জন শিশু আছে।

এদিকে, লেখক ও পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের লেখা ‘দ্যাখো, সারেং ছাড়া জাহাজ চলে কার ইশারায়, কিসের বলে…’ এমন লেখা আরেকটি গানে কণ্ঠ দিলেন বাউলশিল্পী শফি মণ্ডল। সুর করেছেন ইমন চৌধুরী। গত সোমবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *