fbpx
হোম ক্রীড়া সিদ্ধান্তে অটল তামিম
সিদ্ধান্তে অটল তামিম

সিদ্ধান্তে অটল তামিম

0

ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচ তখন শেষ। পুরস্কার বিতরণী পর্ব চলাকালেই মাঠে এক ফ্রেমে ধরা পড়লেন খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল। দুজনের আলাপচারিতার বিষয়টা কারো অজানা নয়। মিনিট দশেকের আলাপ শেষে নিজ নিজ ড্রেসিংরুমে ফিরে যান তারা। গত রবিবার বরিশালের হেড কোচ ও বিসিবি পরিচালক সুজন বলেছিলেন, আন্তর্জাতিক টি-২০ থেকে সরে যাওয়ার বিষয়ে কথা বলবেন তামিমের সঙ্গে। গতকাল হয়তো বাঁহাতি এ ওপেনারের সঙ্গে সেই আলাপই করেছেন তিনি। কিন্তু তাতে আশাপ্রদ কোনো ফল আসেনি। নিজের সিদ্ধান্তে অনড় তামিম। টি-২০ তে ফিরতে চান না তিনি।

ম্যাচ শেষে সুজন এ বিষয়ে বলেছেন, ‘আমি আজ (গতকাল) তার সঙ্গে কথা বলেছিলাম। আমি যেটা বুঝলাম সে টি-২০ খেলা চালিয়ে যেতে চায় না। যদি এমনটাই হয় তাহলে কাউকে জোর করার কোনো কারণ নেই।’

গত ২২ জানুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন, তামিম তাকে বলেছেন আর টি-২০ তে ফিরবেন না। বিসিবি সভাপতির মতো সুজনও বিশ্বাস করেন, ওপেনিংয়ে তামিমের বদলি হওয়ার মতো কেউ এখনও তৈরি হয়নি দেশে। যে কোনো ফরম্যাটে তিনিই সেরা ওপেনার। উল্লেখ্য, ২০২০ সালের মার্চে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তামিম। তারপর আর এ ফরম্যাটে দেখা যায়নি তাকে। গত বছর বিশ্বকাপও খেলেননি তিনি। সামগ্রিক আবহে স্পষ্ট ক্রিকেটের খুদে সংস্করণে তামিমের ক্যারিয়ার কার্যত শেষ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *