fbpx
হোম বিনোদন সালমান খানের নিজ কণ্ঠের গান ‘হিন্দু-মুসলিম ভাই ভাই’
সালমান খানের নিজ কণ্ঠের গান ‘হিন্দু-মুসলিম ভাই ভাই’

সালমান খানের নিজ কণ্ঠের গান ‘হিন্দু-মুসলিম ভাই ভাই’

0

সমস্ত ধর্মের প্রতি সম্প্রীতির হাত বাড়িয়ে, ধার্মিক বিরোধ ভুলে ‘হিন্দু মুসলিম ভাই ভাই’ গানটির কথা লিখে নিজেই গাইলেন বলিউড ভাইজান সালমান খান।

বলিউডের ভাইজান আবারো হাজির ঈদে তার নয়া চমক নিয়ে। প্রতিবছরই ঈদের উপহার হিসেবে তিনি নতুন ছবি রিলিজ করতেন এবছর তা সম্ভব না হওয়ায় গানে গানেই দর্শকদের মাতোয়ারা করে রাখলেন তিনি। ঘরবন্দী থেকে এই উপহার ভক্তদের জন্য বাড়তি পাওয়া।

সালমান খান। পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। বলিউড  কাঁপানো জনপ্রিয় অভিনেতা। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। মাঝে মাঝে গানও গেয়ে থাকেন।
‘হিন্দু মুসলিম ভাই ভাই’ শিরোনামের একটি গান ঈদ উপলক্ষে নিজ কণ্ঠে আবারও তার ইউটিউব চ্যানেলে রিলিজ হলে ব্যাপক জনপ্রিয়তা পায়। যদিও গানকে ভালোবেসে মাঝে মাঝে বিভিন্ন শোতে গানও করেছেন, কিন্তু নিজস্ব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে নিজ কন্ঠে গান রিলিজ কয়েক মাস আগে থেকেই।

তারই রেশ ধরে এবার আরও একটি গান প্রকাশ পেলো। হিন্দু মুসলিম ভাই ভাই শিরোনামের নতুন একটি গান ‘সালমান খান’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। একজন অভিনয়ের কণ্ঠে গান যে কারোরই বাড়তি আগ্রহের বিষয়। সেই জায়গা থেকে বাড়তি প্রেরণাও পাচ্ছেন সালমান খান।

গানটির সুর করেছেন সাজিদ ওয়াহিদ এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন আদিত্য দেব। সলমানের পাশাপাশি আর একজন গায়ক রুশাদ আরসাদ এতে গলা মিলিয়েছেন। সমস্ত ধর্মের বীজ যে এক জায়গার শিকড়ে এসে মিলিত হয় তা গানে গানেই বুঝিয়ে দিলেন অভিনেতা।

গানটি নিয়ে সালমান খান তার ফেসবুক পেজে লিখেছেন, Thank u for the response on bhai bhai , please make the younger generation hear this song again n again , your younger siblings , your kids etc .thank u 1s again ,may God be vit u n protect u .#BhaiBhai

উল্লেখ্য, ভারতীয় চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হো তো আয়সি’  চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন। কেন্দ্রীয় চরিত্রে তার অভিনীত প্রথম সিনেমা ‘ম্যায়নে পিয়ার কিয়া’ (১৯৮৯) ব্যবসাসফল সিনেমা। যা দিয়ে বিপুল জনপ্রিয়তা পায় এই অভিনেতা।

অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি। বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল অভিনয়শিল্পী হিসেবে আখ্যায়িত করা হয়।

লিংক…https://www.youtube.com/watch?v=bU7ICJPPlYQ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *