fbpx
হোম রাজনীতি সার্চ কমিটি নয় এটি হলো ক্রাশ কমিটি: রিজভী
সার্চ কমিটি নয় এটি হলো ক্রাশ কমিটি: রিজভী

সার্চ কমিটি নয় এটি হলো ক্রাশ কমিটি: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার সকালে জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সার্চ কমিটিতে যারা আছেন, সবাই আওয়ামী লীগের। মূলত এটি সার্চ কমিটি নয়, এটি হলো ক্রাশ কমিটি। তাদের দিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে তারাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে, তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দেবে।  আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন।  আমরা পরিষ্কার বলে দিতে চাই— এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

নিত্যপণ্য ও দ্রব্যের ভয়ঙ্কর ঊর্ধ্বগতির সমালোচনা করে রিজভী বলেন, এখন শীতকাল রবিশস্যের মৌসুম। এখন নিত্যপণ্যের দাম কম থাকার কথা। অথচ সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সেদিকে তাদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক না বাঁচুক, তাদের কিছু যায় আসে না। বর্তমানে মিথ্যাই হয়েছে তাদের একমাত্র অবলম্বন। এ সময় তিনি তাঁতশিল্প ধ্বংসের জন্য সরকারকে দায়ী করেন।

এ সময় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *