fbpx
হোম অন্যান্য সারাদেশে ২৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে
সারাদেশে ২৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে

সারাদেশে ২৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে

0

সারাদেশ কোয়ারেন্টাইনে আছেন মোট ২৪ হাজার ৭০৮ জন।

সোমবার (২৩ মার্চ ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ২৯০টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। সব প্রতিষ্ঠানের মধ্যে ১৬ হাজার ৭৪১ জনকে সেবা দেওয়া যাবে। আইসোলেশনের জন্য ৪ হাজার ৫১৫টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঢাকায় আছে ১ হাজার ৫০টি শয্যা।

এছাড়া ঢাকা শহরের কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, যাত্রাবাড়ির সাজেদা ফাউন্ডেশন হাসপাতলসহ কয়েকটি হাসপাতালে ২৯ টি আইসিইউ প্রস্তুত রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত সর্বমোট ২২৭ জন আইসোলেশনে ছিলেন এবং এদের মধ্যে ছাড়পত্র নিয়েছে ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ৪০ জন। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

এদিকে কোয়ারেন্টাইনে থাকা রবিবারের সর্বশেষ তথ্যে ২৩ হাজার ৬৮৪ জন, শনিবার ১৫ হাজার ১৭২ জন এবং শুক্রবার  ১৪ হাজার ২৬৪ জন কোয়ারেন্টাইনে ছিলেন ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *