fbpx
হোম অন্যান্য সাংবাদিক শিমুল হত্যার দায়ে বরখাস্তকৃত মেয়র দায়িত্বে পুনর্বহাল
সাংবাদিক শিমুল হত্যার দায়ে বরখাস্তকৃত মেয়র দায়িত্বে পুনর্বহাল

সাংবাদিক শিমুল হত্যার দায়ে বরখাস্তকৃত মেয়র দায়িত্বে পুনর্বহাল

0

দৈনিক সমকাল’ এর সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় সাময়িক বরখাস্তকৃত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু দায়িত্বে পুনর্বহাল হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে পৌর শহরে বিশাল শো ডাউনের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহন করেন। এসময় শাহজাদপুর পৌরসভার কাউন্সিলরগণ এবং কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পৌরসভার বাইরে তার সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

মেয়র সাংবাদিকদের জানান, সাংবাদিক শিমুল হত্যার সাথে তার কোন সম্পর্ক নেই। একটি কুচক্রী মহলের সুপরিকল্পিত ষড়যন্ত্রে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়ে তার অসমাপ্ত কাজ বাস্তবায়নের মাধ্যমে শাহজাদপুর পৌরসভাকে একটি মডেল শহরে রুপান্তর করতে চাই।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর শহরের মনিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন এবং ৩ ফেব্রুয়ারী মারা যান। এ ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী বাদী হয়ে পৌর মেয়র মিরুসহ ৪০ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মিরুসহ ৩৮জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর আগে একাধিক বেঞ্চ মিরুর জামিন আবেদন খারিজ করেন। সর্বশেষ গত বছরের ১২ নভেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *