fbpx
হোম বিনোদন সহজে সুযোগ পেয়েছি কিন্তু টিকতে হবে নিজ যোগ্যতায়
সহজে সুযোগ পেয়েছি কিন্তু টিকতে হবে নিজ যোগ্যতায়

সহজে সুযোগ পেয়েছি কিন্তু টিকতে হবে নিজ যোগ্যতায়

0

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবির ট্রেলার। শরণ শর্মা পরিচালিত এ ছবিটি ১২ আগস্ট নেটফ্লিক্সে আসতে চলেছে। ভারতীয় বিমান সেনার প্রথম নারী পাইলট গুঞ্জন স্যাক্সেনার জীবনের ওপর নির্মিত এই ছবিতে জাহ্নবী কাপুরকে দেখা যাবে গুঞ্জন স্যাক্সেনার ভূমিকায়। পর্দায় তিনি নিজেকে গুঞ্জন হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রচুর ঘাম ঝরিয়েছেন। এমনকি বিমান চালানোর প্রশিক্ষণও নিয়েছেন।

তবে অনেকে ‘স্বজন পোষণ’ নীতি নিয়ে রীতিমতো কটাক্ষ করছে জাহ্নবীকে। ট্রেলার মুক্তির পর থেকে নানা কটু মন্তব্য করছে ট্রলকারীরা। জাহ্নবীর এই ছবিটি বয়কট করারও হুমকি আসছে ক্রমাগত। তবে স্বজনপ্রীতি নিয়ে জাহ্নবীর উত্তর, ‘স্বজনপ্রীতি নিয়ে না জানার তো কিছু নেই। এটা খুবই স্বাভাবিক, ছিল, আছে আর থাকবে। এটা সত্যি যে আমি সহজে সুযোগ পেয়েছি। অনেকে এত সহজে সুযোগ পায় না। আমি অন্যদের তুলনায় অনেক সহজে এখানে পৌঁছেছি। তবে আমাকে টিকে থাকতে হবে নিজের যোগ্যতায়। স্বজনপ্রীতি বলে মানুষ প্রথম একটা বা দুটো ছবি পায়, কিন্তু ক্যারিয়ার গড়তে পারে না। আগামী সফর আমার নিজেরই। আমি এখনই আমার আসল সফর শুরু করেছি। আমার নিজের রাস্তা আমি নিজেই তৈরি করে হাঁটছি।’

জাহ্নবী আরও বলেন, ‘আমি দ্বিতীয় ছবি পেয়েছি, কারণ প্রথম ছবিটা চলেছে। প্রযোজক প্রথম ছবি দেখে আমার ওপর ভরসা করেছে। আর প্রথম ছবি “স্বজনপ্রীতির খাতিরে পাওয়ার পর” আমি প্রমাণ করেছি যে আমি ওই ছবির যোগ্য ছিলাম। আমি ক্ষমা চাইবার কোনো কারণ দেখছি না। ক্ষমা চাইবার মতো আমি কিছু করিনি।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *