fbpx
হোম জাতীয় সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের সব স্তরের মানুষকে সম্মানের চোখে দেখে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ১১৬, ১১৭ ও ১১৮ তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান।

তিনি বলেছেন, প্রত্যেকেরই অবদান রয়েছে এই সমাজের প্রতি, দেশের প্রতি। মানুষকে তুচ্ছ তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। কর্মক্ষেত্রে সকলে যেন ন্যায় বিচার পায়। কর্মকর্তা-কর্মচারীদের মেধা, জ্ঞান, বুদ্ধি এবং মননকে দেশের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। সবাইকে আরও দক্ষ করে গড়ে তুলতে সরকারে আসার পর আওয়ামী লীগ প্রশাসনের কর্মচারিদের বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসময় প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না বা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে।

তিনি বলেন, অপরাধী যে দলের হোক বা যে কেউ হোন না কেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সেটাই আপনারা করবেন, আমরা চাই’-যোগ করেন সরকারপ্রধান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *