fbpx
হোম বিনোদন সনু নিগমকে গ্রেপ্তারের দাবি; পাশে আদনান সামি
সনু নিগমকে গ্রেপ্তারের দাবি; পাশে আদনান সামি

সনু নিগমকে গ্রেপ্তারের দাবি; পাশে আদনান সামি

0

এই মুহুর্তে দুবাইয়ে লকডাউনে রয়েছেন সনু নিগম। এই অবস্থায় নতুন করে বিতর্কে পড়েছেন তিনি।

সম্প্রতি, কিছু নেটিজেন পুরনো সেই বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন মুসলিম দেশ দুবাইয়ে অবস্থান করায়। নতুন করে উঠে আসা এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন সোনু নিগম।

বর্তমান মহামারির এই সময় সনু নিগমের যে বক্তব্য প্রকাশ্যে এসেছে তাতে সোনু বলেছেন, বর্তমান এই সময় সবাই একসঙ্গে মিলে এই অদৃশ্য শত্রুকে হারানো উচিত। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর কিছুই হতে পারে না।

পাশাপাশি, নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দুবাইয়ের একটি জিমে শরীরচর্চার মাঝেই সোনুকে কিছু বলতে শোনা গিয়েছে। সনুু নিগম বলেছেন, অনেকেই আমাকে ঠিক করে জানেন না, সে কারণেই তারা ঠিক বুঝতে পারেন না। আর আমি এটা খারাপভাবে নিই না, কারণ ওনারা তো ঠিক করে আমাকে জানেনই না। তবে যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ। আমার গুরু আমায় শিখিয়েছিলেন যে সম্মান দেয়, সেই আবার কখনও অসম্মান করে বসে। তবে সনু যে এই বক্তব্য টুইটারে নতুন করে ওঠা আজান বিতর্ক নিয়েই রেখেছেন, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। প্রসঙ্গত ২০১৭ সালে ওই বিতর্কের পরই তিনি টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনরা প্রশ্ন তোলেন, সোনু এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু ? অনেকে আবার সোনুর পুরোনো টুইটের স্ক্রিনশট দুবাই পুলিশকে ট্যাগ করছেন। এবং দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন, সোনুকে গ্রেপ্তার করা হোক৷

তবে এই বিতর্কের মধ্যে সোনুর পাশে দাড়িয়েছিলেন গায়ক আদনান সামি। আদনান বলেছিলেন, সনু নিগম একজন অসাধারণ গায়ক, সেকথা যদি ভুলেও যাই, তবুও সোনু আমার কাছে ভাইয়ের মতো। বরাবর তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। আমাকে নিজের মতো করে ভালোবেসেছেন। আমি সোনুকে যতটা ব্যক্তিগতভাবে জানি উনি সবধর্মকে শ্রদ্ধা করেন। দয়া করে ওনাকে বিরক্ত করবেন না।

প্রসঙ্গত, ২০১৭ সালে মাইক বাজিয়ে আজান নিয়ে সোনু নিগমের করা একটি টুইট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। একটি টুইটে সনু লিখেছিলেন, ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর আছে। আমি ইসলাম ধর্মাবলম্বী নই। তা সত্ত্বেও কেন আমার আজানের আওয়াজে ঘুম ভাঙবে। এদেশে ধর্মীয় বাধ্যবাধকতা কবে বন্ধ হবে ?

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *