fbpx
হোম অন্যান্য সত্যি সত্যিই নদীর বুকে ফুটলো বরফের ফুল !
সত্যি সত্যিই নদীর বুকে ফুটলো বরফের ফুল !

সত্যি সত্যিই নদীর বুকে ফুটলো বরফের ফুল !

0

চীনের নদীতে নাকি বরফের ফুল ফুটেছে! দেখে মনে হচ্ছে শিল্পীর নিপুণ হাতে আঁকা কোনো শিল্পকর্ম। তবে এটি আসলে প্রাকৃতিক খেলা। সম্প্রতি এমনই একটি ছবি ঘিরে কৌতূহল তুঙ্গে। কীভাবে সম্ভব হলো, এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন নেটাগরিকরা।

উত্তর-পূর্ব চীনের সংহুয়া নদীতে এমনই বরফের ফুল দেখা গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অল্প পানি রয়েছে নদীতে। সেই নদীর বুকেই যেন কেউ বরফ দিয়ে নকশা তৈরি করেছে। যদিও দাবি করা হচ্ছে, মানবসৃষ্ট নয় এই বরফের ফুল। প্রাকৃতিক কারণেই সৃষ্টি হয়েছে। ছবিটি শেয়ার করেছেন নরওয়ের কূটনীতিক এরিক সোলহেইম। ক্যাপশনে লিখেছেন, ‘অপূর্ব! উত্তর-পূর্ব চিনের সংহুয়া নদীতে বরফের ফুল।’

এক প্রতিবেদন বলছে, এই ধরনের বরফের ফুল আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে। সাধারণত গুল্ম জাতীয় গাছের উপর এই বরফের ফুল দেখা যায়। কিন্তু নদীতে এমন দৃশ্য সচরারচর দেখা যায় না বলেই দাবি করা হয়েছে ঐ প্রতিবেদনে।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, বরফের ফুল সাধারণত শরতের শেষ ভাগ এবং শীতের শুরুতে দেখা যায়। এই সময় চীনের অনেক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। কিন্তু মাটির তাপমাত্রা ততটা কমে না। আর এই তাপমাত্রার পার্থক্যই বরফের ফুল গঠনের আদর্শ পরিস্থিতি সৃষ্টি করে।

 

সূত্র: আনন্দবাজার

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *