fbpx
হোম অন্যান্য সততা বাক্সে ৫ টাকা দিয়ে শিক্ষার্থীরা যাবে নিজ গন্তব্যে
সততা বাক্সে ৫ টাকা দিয়ে শিক্ষার্থীরা যাবে নিজ গন্তব্যে

সততা বাক্সে ৫ টাকা দিয়ে শিক্ষার্থীরা যাবে নিজ গন্তব্যে

0

সব ঠিক থাকলে আগামীকাল থেকে নগরীর শিক্ষার্থীদের জন্য নামছে ১০টি দ্বিতল বাস । দুই রুটে দিনের দুই বেলায় চলবে এসব বাস । তবে দূরত্ব যতই হোক শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নেয়া হবে ৫ টাকা

মাত্র ৫ টাকা ভাড়া দিয়ে স্কুলে যেতে পারবে শিক্ষার্থীরা। বাসের কন্ডাকটরের সাথে আর ভাড়া নিয়ে দরকষাকষি করা লাগবে না তাদের । শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেয়া হচ্ছে চট্টগ্রামে ।

এ বিষয়ে নগরবাসী বলছেন, ‘স্টুডেন্ট বাস’ চালু হলে একদিকে যেমন শিক্ষার্থীদের দুর্ভোগ ও পরিবহন ব্যয় কমবে, অন্যদিকে গণপরিবহনের ওপর চাপও কমে আসবে ।

বিআরটিসি সূত্রে জানা গেছে, দ্বিতল এই বাসগুলোর আসনসংখ্যা ৭৩টি । প্রথম থেকে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে এসব বাসে উঠতে পারবে । ভাড়া নেওয়ার জন্য বাসগুলোতে থাকবে না কোনো চালকের সহকারী । বাসের সামনে ও পেছনে সংরক্ষিত তালাবন্দী ‘সততা বাক্সে’ ভাড়া দিয়ে শিক্ষার্থীরা নির্ধারিত গন্তব্যে যাতায়াত করবে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *