fbpx
হোম ক্রীড়া শেষ বেলায় ভুলে যেও অভিমান: মাশরাফী
শেষ বেলায় ভুলে যেও অভিমান: মাশরাফী

শেষ বেলায় ভুলে যেও অভিমান: মাশরাফী

0

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নেতৃত্বের ইতি টানলেন । গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে বিদায় নিলেন তিনি ।

বলা যায় মাশরাফী দলকে রেখে গেছেন সাফল্যের চূড়ায় । স্বভাবতই সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি । সেটা টেরও পেয়েছেন সতীর্থদের ভালোবাসায় । ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী লেখেন, শেষ বেলায় ভুলে যেও অভিমান । মনে রেখ কেবল একজন ছিল, ভালোবাসত শুধু তোমাদের ।’

ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টানলেন অভাবনীয় এক জয় দিয়ে । বিদায়ী ম্যাচে তাকে রেকর্ড রাঙা জয় উপহার দিয়েছেন সতীর্থরা । বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস (১৭৬) খেলেছেন লিটন দাস । পাশাপাশি দেশের পক্ষে তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে গড়েন ২৯২ রানের রেকর্ড । অনবদ্য সেঞ্চুরি হাঁকান ড্যাশিং ওপেনারও ।

শেষ অবধি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১২৩ রানের বিশাল জয় পায় বাংলাদেশ । তাতে নেতৃত্বের শেষ ম্যাচে টাইগারদের প্রথম অধিনায়ক হিসেবে জয়ের হাফসেঞ্চুরি করেন মাশরাফী । ম্যাচ শেষ হতেই সতীর্থদের ভালোবসায় প্লাবিত হন তিনি ।

খেলা শেষে মাশরাফীকে কাঁধে তুলে নেন তামিম । অন্যরাও সঙ্গে ছিলেন । এভাবে বেশ কিছুক্ষণ মাঠ প্রদক্ষিণ করেন তারা । আর হাত নেড়ে দর্শকদের বিদায় জানান নড়াইল এক্সপ্রেস। সবচেয়ে বড় চমক দেখা যায় এরপরই । দলের সবাই পরেন মাশরাফীর জার্সি ! মাশরাফীর নেতৃত্বের শেষ ম্যাচের জন্যই বিশেষভাবে তৈরি হয় জার্সিগুলো । সবার জার্সিতে লেখা ছিল ‘মাশরাফী’, তার প্রতীক হয়ে ওঠা নম্বর ‘২ ।’ জার্সির সামনে লেখা ছিল ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন ।’

এ সময় মাশরাফীকে ঘিরে বয়ে যায় আবেগের জোয়ার । তবে এমনি এ সম্মান পাননি তিনি । অধিনায়কত্ব কালে সতীর্থদের অগাধ ভালোবাসতেন ম্যাশ । একান্ত আপনজনের মতো করে সবাইকে স্নেহ ও শাসন করতেন । অসামান্য ভালোবাসার ডোরে সবাইকে বেঁধে রাখতেন । মূলত এ কারণেই দীর্ঘ অর্ধযুগ একই ছাতার নিচে নিয়ে আসতে সক্ষম হন পুরো দলকে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *