fbpx
হোম বিনোদন শুরু হচ্ছে দিরিলিস উসমান!
শুরু হচ্ছে দিরিলিস উসমান!

শুরু হচ্ছে দিরিলিস উসমান!

0

অবশেষে প্রতীক্ষিত দিরিলিস উসমানের সম্প্রচার শুরু হতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর, বুধবার তার্কি এ টিভিতে ‘দিরিলিস উসমান’ সিরিজের প্রথম পর্ব দেখানো হবে। সম্পূর্ণ সিরিজটি ৫টি সিজনে সম্প্রচার করা হবে। এক টুইটার বার্তায় দিরিলিস উসমানের নির্মাতা মেহমেত বোজদাগ এ তথ্য জানান। তিনি আরো বলেন, আমাদের দিরিলিস উসমান সিরিজ এ টিভিতে প্রদর্শিত হবে। আমি আশা করি, নতুন চ্যানেল এবং নতুন সিরিজ আমাদের সবার জন্য সহায়ক হবে।

দিরিলিস উসমান সিরিজটি উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের (উসমান গাজী) জীবনীকে কেন্দ্র করে রচিত হয়েছে। উসমান গাজী হলেন উসমানী সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী মহানায়ক আরতুগুল গাজী ও হালিমা হাতুনের সন্তান। অঘুজ তুর্কিদের কায়ি গোষ্ঠীর নেতা ছিলেন আরতুগুল। তিনি বাইজেন্টাইনের বিরুদ্ধে রোমের সেলজুকদের সাহায্য করার জন্য তুর্কমেনিস্তান থেকে আনাতোলিয়ায় পৌঁছান । পরবর্তীতে বেশ কিছু ধারাবাহিক ঘটনার মাধ্যমে তিনি উসমানীয় সাম্রাজ্য সৃষ্টিতে নেতৃত্ব দেন। পিতার মৃত্যুর পর হাল ধরেন উসমান গাজী। ১২৯৯ সালে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তাঁর নামানুসারেই উসমানী বা অটোম্যান সাম্রাজ্যের নামকরণ করা হয়। এ সাম্রাজ্য টিকে ছিলো প্রায় ছয়শত বছর ধরে। তৎকালীন সময়ে সবচেয়ে বড় ইসলামী সাম্রাজ্য ছিলো উসমানী সাম্রাজ্য।

সিরিজটিতে উসমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তুর্কি অভিনেতা বুরাক ওজকিভিটকে। এর আগে নির্মাতা মেহমেত বোজদাগের ‌‍দিরিলিস আরতুগুল সিরিজটি ব্যাপক সফলতা অর্জন করে। সিরিজটি উসমানী সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী মহানায়ক আরতুগুল গাজীকে কেন্দ্র করে রচিত হয়েছে। সিরিজটি ১০ ডিসেম্বর ২০১৪ থেকে তার্কি চ্যানেল টিআরটি-১ এ সম্প্রচার শুরু হয় । মধ্যপ্রাচ্য, সৌদী আরব, পাকিস্তান, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশে বিশেষত মুসলিম বিশ্বে সিরিজটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। চলতি বছরের ২৯ মে দিরিলিস আরতুগুল সিরিজের সিজন ৫ এর ১৫০তম পর্বের সম্প্রচার শেষ হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *