fbpx
হোম শিক্ষাঙ্গন শিম্মি উজ জাহান শাহজাদপুরের শ্রেষ্ঠ‍ প্রধান শিক্ষক নির্বাচিত
শিম্মি উজ জাহান শাহজাদপুরের শ্রেষ্ঠ‍ প্রধান শিক্ষক নির্বাচিত

শিম্মি উজ জাহান শাহজাদপুরের শ্রেষ্ঠ‍ প্রধান শিক্ষক নির্বাচিত

0

বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিম্মি উজ জাহান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন কমিটি কর্তৃক তিনি সম্মানজনক এই স্বীকৃতি প্রাপ্ত হন।

তিনি ২০১৩ সালের ২০শে আগষ্ট খুকনি ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের ১লা এপ্রিল তিনি তার বর্তমান কর্মস্থল বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শিক্ষা জীবনে তিনি কৃতিত্বের সাথে বি.এস.সি (অনার্স) এবং এম.এস.সি (ফার্ষ্ট ক্লাস) সম্পন্ন করেন। বেসরকারি চাকুরীজীবি স্বামী এবং দুই সন্তানকে নিয়ে শাহজাদপুর পৌর শহরের ইসলামপুরে তিনি বসবাস করেন।

উল্লেখ্য তিনি কিরনবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক শাহানারা সুলতানার মেয়ে। তার মা শাহানারা সুলতানাও ১৯৮৭ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শিম্মি উজ জাহান বলেন, “এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিঃসন্দেহে অনেক আনন্দের। ছোট বেলায় মাকে দেখেই মনের মধ্যে শিক্ষক হওয়ার স্বপ্ন তৈরি হয়েছিল। আমার সে স্বপ্ন পূরন হয়েছে। মায়ের মত আমিও একজন আদর্শ শিক্ষক হতে চাই।

এক ফোঁটা হলুদও নেই

” উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিসুজ্জামান জানান, “শিম্মি উজ জাহানের নেতৃত্বেই বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তিনি বিদ্যালয়ের শৃংখলা বজায় রাখায় এবং শিক্ষকদের মাঝে শিশু বান্ধব গুণাবলী সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি করোনা কালীন সময়ে ঝুঁকি নিয়ে ছাত্র ছাত্রীদের পড়ালেখার তদারকি করেছেন। যা তাকে শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি এনে দিয়েছে।”

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *