fbpx
হোম শিক্ষাঙ্গন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় ভয়াবহ যানজট
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় ভয়াবহ যানজট

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় ভয়াবহ যানজট

0

একদিকে সপ্তাহের প্রথম দিন শুরু আর অন্যদিকে দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এর ফলে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর সব এলাকায় সড়কের উপরে চাপ বেড়েছে। দেখা দিয়েছে যানজট।

রাজধানীর রমনা এলাকা সিদ্ধেশ্বরী, বেলিরোড, শান্তিনগর, মগবাজার এলাকায় অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিক্সায় স্কুলের দিকে আসতে থাকে।

এ কারণে বেলিরোডসহ এলাকার বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে যানজটের সৃষ্টি হয়। রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি ও ফার্মগেট এলাকার রাস্তাঘাটেও একই অবস্থা দেখা গেছে। ফার্মগেট এলাকায় ছোটবড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হলিক্রস স্কুল এন্ড কলেজ, বটমলি হোমসসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সামনের সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা রয়েছে খিলগাঁও, মুগদা, বাসাবো এলাকায়। এই এলাকাতেই স্কুল-কলেজের সামনের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *