fbpx
হোম জাতীয় শিক্ষকদের রাজনীতি বন্ধের প্রস্তাবে শিক্ষামন্ত্রীর সম্মতি
শিক্ষকদের রাজনীতি বন্ধের প্রস্তাবে শিক্ষামন্ত্রীর সম্মতি

শিক্ষকদের রাজনীতি বন্ধের প্রস্তাবে শিক্ষামন্ত্রীর সম্মতি

0

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতির বাইরে রাখার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন জেলা প্রশাসকরা (ডিসি)। ডিসিদের সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সেশন শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণ বিধিমালা করার প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। এটি ভালো প্রস্তাব। শিক্ষকদের জন্য শিগগিরই আলাদা আচরণ বিধিমালা করা হবে।

এর আগে মঙ্গলবার সকালে ৩ দিনব্যাপী জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের তিনি ২৫ দফা নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উদ্বোধনের আগে বক্তব্য দেন।

এবার জেলা প্রশাসক সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকছে। তার মধ্যে ২০টি থাকবে কার্য অধিবেশন। অর্থাৎ এসব বৈঠক বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *