fbpx
হোম আন্তর্জাতিক শাহবাজের সৌদি সফর নিয়ে সমালোচনায় বিরোধীরা
শাহবাজের সৌদি সফর নিয়ে সমালোচনায় বিরোধীরা

শাহবাজের সৌদি সফর নিয়ে সমালোচনায় বিরোধীরা

0

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  ‘বিশাল বহর’ নিয়ে সৌদি যাচ্ছেন। এ নিয়ে শাহবাজের সমালোচনা করছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)।  

ডনের খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনের এ সফরে শাহবাজ শরিফের সঙ্গে মন্ত্রিসভার সদস্য, শরীক দল ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৫৩ জন থাকবেন। প্রতিনিধি দলে মাওলানা ফজলুর রহমান, মাওলানা আসাদ মাহমুদ, বিলাওয়াল ভুট্টো ও শেগুফতা জামানিও থাকবেন।

এদিকে ‘সরকারি খরচে’ শাহবাজ শরিফের সৌদি সফর নিয়ে বিশাল বহর নিয়ে যাচ্ছেন বলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা সমালোচনা করেছেন। তবে দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, শাহবাজ শরিফ বাণিজ্যিক ফ্লাইটে সৌদি যাবেন এবং তার সফরসঙ্গীরা নিজের খরচ নিজে বহন করবেন।

ডন জানিয়েছে, নির্বাচিত হওয়ার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যে ফোনালাপ হয়েছিল সেখানেই সৌদি সফরের আমন্ত্রণ পান শাহবাজ শরিফ।

কৌশলগত সম্পর্কের কারণে ঐতিহ্যগতভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীদের প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব এবং চীন যেতে দেখা যায়।

পাকিস্তান সরকারের অর্থনৈতিক সংকটে সৌদি আরব সবসময় দেশটিকে আর্থিক সহায়তা দিয়েছে।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *