fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা শাহজাদপুরে র‌্যাবের অভিযানে ৪ জঙ্গীর আত্মসমর্পণ
শাহজাদপুরে র‌্যাবের অভিযানে ৪ জঙ্গীর আত্মসমর্পণ

শাহজাদপুরে র‌্যাবের অভিযানে ৪ জঙ্গীর আত্মসমর্পণ

0

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের উকিলপাড়ার ইঞ্জিনিয়ার শামসুল হক রাজার বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে চার জঙ্গি আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণকৃতরা হচ্ছে জেএমবির পাবনা – সিরাজগঞ্জের আঞ্চলিক প্রধান কিরণ ওরফে শামীম ওরফে হামিম (২২), পাবনা সাথিয়ার নাঈমুল ইসলাম, দিনাজপুরের আতিউর রহমান ওরফে কলম সৈনিক, সাতক্ষীরার আমিনুল ইসলাম শান্ত।

ঘটনাস্থল থেকে ২টি বিদেশী পিস্তল, ছোট বেয়ারিং বল, গান পাউডার, ডেটোনেটর, ওয়্যার কেবল, রড কাটার, রড কাটিং টুল. জিহাদী বই, বিভিন্ন নির্দেশিকা, চাপাতি ১টি ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে। আত্নসমর্পণকৃতরা ২০/২৫ দিন আগে বাড়িটি ভাড়া নেয়। তারা এলাকায় তাবলীগ জামাতের ছদ্মবেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন বলে র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

অভিযানে র‌্যাবকে সহযোগিতা করেন পুলিশ, ডিবিসহ সরকারের কয়েকটি সংস্থা এবং র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট। অভিযান চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

শুক্রবার সকাল ১১টায় অভিযান শেষে র‌্যাবের অতিরিক্তি মহা পরিচালক (অপারেশন) কর্ণেল তোফায়েল মোস্তফা সারোয়ার প্রেস ব্রিফিংএ জানান, বৃহস্পতিবার (১৯নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির রাজশাহী অঞ্চলের কমান্ডার হামিদ মাহমুদ ওরফে জুয়েল আলী, খুলনার আশরাফুল ইসলাম (২৪) সাথিয়া পাবনার আলিফ হোসেন (২৪), সাতক্ষীরার জুয়েল শেখকে আটক করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্য রাত থেকে শাহজাদপুরে জঙ্গি বিরোধী এই অভিযান পরিচালনা করা হয় এবং কোন হতাহতের ঘটনা ছাড়াই ৪ জঙ্গির আত্মসমর্পণের মধ্য দিয়ে এই অভিযান সমাপ্ত হলো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *