fbpx
হোম ক্রীড়া শান্তকে দলে নেওয়ার কারণ জানালেন তামিম ইকবাল
শান্তকে দলে নেওয়ার কারণ জানালেন তামিম ইকবাল

শান্তকে দলে নেওয়ার কারণ জানালেন তামিম ইকবাল

0

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ওয়ানডে ফরম্যাটে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। কিন্তু গতকাল তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে নেওয়া হয়নি। যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অথচ তাকে টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলানো হলো। সমর্থক ও বিশ্লেষকদের প্রশ্ন মূলত এখানেই!

সাকিব আল হাসান না থাকায় সবাই ধরে নিয়েছিল, তিনে সুযোগ পাবেন বিজয়। কিন্তু ওই পজিশনে নাজমুল হোসেন শান্তকে খেলিয়েছে টিম ম্যানেজম্যান্ট। খুব বেশি ভালো না খেলতে পারলেও ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেছেন শান্ত। বাংলাদেশও জয় পেয়েছে বড় ব্যবধানে। তবু, ম্যাচশেষে অধিনায়ক তামিম ইকবালের কাছে বিজয়কে না খেলানোর কারণ জানতে চাওয়া হয়। তিনিও দিয়েছেন ঠান্ডা মাথায় উত্তর।

তামিম ইকবাল বলেন, ‘অবশ্যই বিজয় ঘরোয়াতে দারুণ এক মৌসুম কাটিয়েছে, মাত্রই দলে এসেছে। শান্ত গত তিন সিরিজ ধরে দলের সঙ্গে আছে। এখন যদি আমি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম তাহলে দল নির্বাচন ভুল হতো। শান্তকে তিন সিরিজ ধরে কি কারণে সঙ্গে নিয়ে ঘুরছি? যখনই সুযোগ আসবে, অবশ্য শান্ত আগে দাবিদার।’

একজন অধিনায়ক হিসেবে এভাবেই দল নির্বাচন করতে চান জানিয়ে তিনি বলেন, ‘একটা ছেলেকে এতদিন ধরে দলে রেখেছি, মাঝখানে আরেকটা ছেলে আসলো এবং আমি তাকে খেলিয়ে দিলাম- এটাকে ভালো সিদ্ধান্ত মনে করি না। আমার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করি।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *