fbpx
হোম আন্তর্জাতিক শবেকদরে ইসলাম গ্রহণ করলেন ইউক্রেনের ক্যান্সার রোগী
শবেকদরে ইসলাম গ্রহণ করলেন ইউক্রেনের ক্যান্সার রোগী

শবেকদরে ইসলাম গ্রহণ করলেন ইউক্রেনের ক্যান্সার রোগী

0

ক্যান্সার চিকিৎসা নেওয়া ইউক্রেনের নাগরিক ভিক্টর বারকোমেনকো (৬২) ইসলাম গ্রহণ করেছেন। গত বুধবার (২৭ এপ্রিল) তুরস্কের এসকিশেহির শহরের সিটি হাসপাতালে তিনি ইসলাম গ্রহণ করেন।

এসকিশেহির শহরের প্রাদেশিক মুফতি বেকির গেরেকে এক ফেসবুক পোস্টে ওই বৃদ্ধের ইসলাম গ্রহণের কথা জানায়। লাইলাতুল কদর বা কদরের রাতে ইসলাম গ্রহণ করায় তার কাদির রাখা হয়।

জানা যায়, ইউক্রেনীয় ওই বৃদ্ধলোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অসুস্থ বৃদ্ধ নিজের মেয়ে ভিক্টোরিয়া ওজকানের কাছে ইসলামের প্রতি আগ্রহের কথা জানান। এরপর তার আত্মীয়রা বিষয়টি প্রাদেশিক মুফতির কাছে তুলে ধরেন।

এরপর মুফতি বেকির গেরেকে এসে হাসপাতালের দায়িত্বশীলদের সাক্ষী করে তাকে কালেমা শাহাদাত পাঠ করান। তার কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরেন। এরপর পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন।

গেরেকে বলেন, ‘আপনি অসুস্থ। ইসলামে পথে আপনাকে স্বাগতম। আপনি কালেমা শাহাদাত পাঠ করুন। ’ বৃদ্ধ কালেমা পাঠের পর মুফতি জানান, ইসলাম গ্রহণের পর তার আগের সব গুনাহ মাফ হয়ে গেছে। তিনি এখন নিষ্পাপ মানুষ। আর সব মুসলিম এখন তার ভাই। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। ’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *