fbpx
হোম আন্তর্জাতিক লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরাইল
লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরাইল

লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরাইল

0

ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারি কামানের গোলাবর্ষণ করেছে।

সোমবার ভোরে দক্ষিণ লেবাননের মাজদাল এবং জিবকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরাইল। খবর আলজাজিরার।

এ সময় ইসরাইলি সেনারা ভারি কামানের ২৩টি গোলাবর্ষণ করে। তবে এসব হামলায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলের দাবি, দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরাইল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করার প্রতিবাদে তেলআবিব গোলাবর্ষণ করেছে।

১৯৬৭ সালে ইসরাইল লেবাননের শেবা কৃষি খামার দখল করে নেওয়ার পর থেকে তেলআবিবের সঙ্গে বৈরুত কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ওই কৃষি খামার ফেরত দেয়নি দখলদার সরকার।

২০০০ সালে আগে একবার এবং ২০০৬ সালে আরেকবার দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইসরাইল।

দুবারই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে মারাত্মকভাবে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তেলআবিব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *