fbpx
হোম অন্যান্য লবণ আর পেঁয়াজের অদৃশ্য ব্যবসা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি
লবণ আর পেঁয়াজের অদৃশ্য ব্যবসা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

লবণ আর পেঁয়াজের অদৃশ্য ব্যবসা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

0

কক্সবাজারে নিত্যপণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

১৯ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেছেন, কেউ অদৃশ্য ব্যবসা করলে সাথে সাথে এ্যাকশন নেয়া হবে। পেঁয়াজ বিক্রিতে বেশি মুনাফা করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্য দু-একদিনের ব্যবধানে পেঁয়াজ এখন ১৩০ টাকায় নেমে এসেছে। কয়েকদিনের মধ্যে আরো কমে যাবে।

জেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল টিম মাঠে রয়েছে সবসময়। অপরদিকে লবণ নিয়ে গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, লবণের দাম বৃদ্ধি হয়েছে বলে খবর ছড়ানো হয়েছে তা নিছক গুজব। এধরনের ভিত্তিহীন গুজবে কাউকে কান না দিয়ে কোন ব্যবসায়ী যদি অতিরিক্ত দাম নেয় তাহলে সরাসরি জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা ইচ্ছে করে কৃত্রিম সংকট সৃষ্টি ও দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করলে মোবাইলকোর্টসহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারকে বিব্রত করতে একটি মহল নানামুখি অপপ্রচারে লিপ্ত। দেশে লবণের কোন সংকট নেই। চাহিদার অতিরিক্ত মজুদ রয়েছে।

বৈঠকে ব্যবসায়ীরাও প্রশাসনের কর্তাদের আশ্বস্ত করেন দ্রব্যমূল্য সহনশীল থাকবে। কিন্তু বাস্তবে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সকালের সাথে বিকেলের মিল থাকে না। তাই ভোক্তাদের মনে একটিই প্রশ্ন উঁকি দেয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে কী? মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে আশরাফুল আশরাফ আরো বলেন, কোনো অবস্থাতেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা যাবে না। প্রশাসন সবসময় শক্ত অবস্থানে রয়েছে।

সভায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, মালিক সমিতি, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *