fbpx
হোম আন্তর্জাতিক লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করল আই এস
লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করল আই এস

লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করল আই এস

0

লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি দিয়ে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (আই এস)।

৩০ নভেম্বর  নিজেদের সংবাদ সংস্থা আমাক এজেন্সীতে আইএস দাবি করে, তাদেরই এক সদস্য শুক্রবার লন্ডন ব্রিজে ওই হামলা চালায়। তবে দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা।

আইএস জানায়, তাদের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে যুদ্ধ করায় যুক্তরাজ্যের ওপর প্রতিশোধমূলক এই হামলা চালিয়েছে তারা।

এর আগে লন্ডন পুলিশ জানায়, ২৮ বছর বয়সী ওই হামলাকারীর নাম উসমান খান। সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ২০১২ সালে গ্রেফতার হয়েছিলেন উসমান। এক বছর জেল খেটেছেন তিনি। পরে ২০১৮ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পান তিনি। চলাফেরা পর্যবেক্ষণে শরীরের ইলেকট্রিক ডিভাইস লাগাতে রাজি হওয়ার পর গত বছর জেল থেকে ছাড়া পেয়েছিলেন ওসমান।

পুলিশের দাবি উসমান আফগানিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী।

গত ২৯ নভেম্বর দুপুরে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলায় অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে দু’জন পরে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে নিহত হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *