fbpx
হোম করোনা লকডাউনে বাসের বিকল্প হিসেবে চলছে প্রাইভেট গাড়ি
লকডাউনে বাসের বিকল্প হিসেবে চলছে প্রাইভেট গাড়ি

লকডাউনে বাসের বিকল্প হিসেবে চলছে প্রাইভেট গাড়ি

0

করোনা সংক্রমণ রোধে নতুন করে ঘোষণা দেয়া লকডাউনের দ্বিতীয় দিনে বাস ছাড়া রাজপথে দাপিয়ে বেড়াচ্ছিল অন্যসব ধরনের যানবাহন। শুধু তা-ই নয়, রাস্তায় চলাচলরত প্রায় সব যানবাহনই পরিণত হয় গণপরিবহনে। যে যেভাবে পারছিল কয়েক গুণ বেশি ভাড়া নিয়ে যাত্রী গণপরিবহনের ট্রিপ দিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রাইভেট কার, মোটরসাইকেল আগে থেকেই উবার, পাঠাও অ্যাপসে চলাচল করছিল। তারা অ্যাপস বন্ধ করে ভাড়ায় চলতে শুরু করেছে। আবার রেন্টে কারের জন্য বিভিন্ন স্থানে থাকা মাইক্রোবাসগুলোও রাস্তায় নেমে বাসের বিকল্প হিসেবে ট্রিপ দিতে শুরু করেছে।ভাড়ায় যাত্রী পরিবহনে বাদ যাচ্ছে না অ্যাম্বুলেন্সও। আর রাস্তার রাজা (!) হিসেবে পরিচিত রিকশা গতকালও ছিল বেপরোয়া। বিভিন্ন যানবাহনের চাপে দিনভরই রাস্তায় ছিল যানজট। বিশেষ করে সকাল ও বিকেলের অফিস টাইমে দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই। বিকেলের বৃষ্টি তাদের ভোগান্তি আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়।সকাল সাড়ে ৮টায় স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শেওড়াপাড়ার বাসা থেকে বের হয়েছিলেন ইসমাইল হোসেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চেকআপের জন্য ধানমন্ডির মেডিনোভা হাসপাতালে যাচ্ছিলেন তিনি। ধারণা ছিল লকডাউনে যানবাহন কম থাকবে। যার কারণে অসুস্থ স্ত্রীকে মোটরসাইকেলে করে নিলেও খুব একটা অসুবিধা হবে না।

অফিসগামী আনোয়ার হোসেন বলেন, এই ধরনের লকডাউন কেন দেয়া হয় বুঝি না। এতে করোনা নিয়ন্ত্রণ হয় নাকি উল্টো বৃদ্ধি পায় তা ভাবার বিষয়।তিনি বলেন, করোনা ছড়ানোর ভয়ে বাস বন্ধ করে দেয়া হয়েছে, অথচ সেই বাসের স্থানে বিভিন্ন ধরনের যানবাহন রাস্তায় নেমে যাত্রী পরিবহন করছে। বাসে দুইজনের সিটে একজন বসে অফিসে যাওয়া-আসা করা হতো। এখন মাইক্রোবাস, প্রাইভেট কার বা অটোরিকশায় ঠাসাঠাসি করে বসে যাওয়া-আসা করতে হচ্ছে। এতে করোনার ঝুঁকি বাড়ছে না কমছে?তিনি আরো বলেন, ‘আমি লকডাউনের বিরুদ্ধে নই, তবে লকডাউন লকডাউনের মতোই করা উচিত। গুরুত্বপূর্ণ অফিসগুলো খোলা রেখে ঘোষণা করলেন লকডাউন। এতে ভোগান্তি ছাড়া আর কিছুই হয় না। অটোরিকশা চালক সাহেদ আলী বলেন, ‘সরকার লকডাউনে বাস চলাচল বন্ধ করে দিয়েছে, কিন্তু যাত্রী তো কমেনি। এসব যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতেই রাস্তায় বেরিয়েছেন। তাছাড়া বসে থাকলে তো কেউ ঘরে গিয়ে খাবার দিয়ে আসবে না।এ দিকে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, রমনা, বাংলামোটর, শাহবাগ এলাকায়ও দেখা গেছে অনেক গাড়ির চাপ। অনেকের মতে বাস ছাড়া কোনো গাড়ি মনে হয় ঘরে বসে নেই। ভাড়ায় যাত্রী টানতে সব যেন রাস্তায় বেরিয়ে পড়েছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *