fbpx
হোম আন্তর্জাতিক লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা স্পেনের আদালতের
লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা স্পেনের  আদালতের

লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা স্পেনের আদালতের

0

করোনা পরিস্থিতিতে গত বছর দেশজুড়ে জারি করা কঠোর লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা করেছে স্পেনের শীর্ষ আদালত।আদালতের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।লকডাউনে বিধি ভাঙার কারণে যাদের জরিমানা গুণতে হয়েছে শীর্ষ আদালতের দেওয়া এই রায়ে তাদের সেই অর্থ ফেরত দাবি করার পথ উন্মুক্ত হলো।আদালত বলছে, লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সরকারের বিরুদ্ধে লকডাউন নিয়ে কোনও অভিযোগ আনতে পারবে না।করোনা সংক্রমণের প্রথম ঢেউ ঠেকাতে গত বছরের ১৪ মার্চ প্রথম জরুরি অবস্থা জারি করে স্পেন সরকার।

ওই সময় থেকে দেশজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। হাসপাতাল ভরে ওঠে রোগীতে। এরপর এই ভাইরাসে স্পেনে মৃত্যু হয়েছে ৮১ হাজারের বেশি মানুষের।জরুরি অবস্থা জারির সময় বিনা প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের না হতে নির্দেশনা দেয় সরকার। নিত্যপণ্যের দোকান ছাড়া সবই ছিল বন্ধ।
গত বছরের জুন পর্যন্ত জারি ছিল এই জরুরি অবস্থা। করোনার পরে দ্বিতীয় ঢেউ আসার পর অবশ্য কিছু বিধি-নিষেধ আবারও জারি করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *