fbpx
হোম অন্যান্য রোহিঙ্গা নেতাকে প্রধানমন্ত্রী বানানোর দোয়ায় কমিটি প্রত্যাহার
রোহিঙ্গা নেতাকে প্রধানমন্ত্রী বানানোর দোয়ায় কমিটি প্রত্যাহার

রোহিঙ্গা নেতাকে প্রধানমন্ত্রী বানানোর দোয়ায় কমিটি প্রত্যাহার

0

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি প্রত্যাহার করে নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

বুধবার (১৬ সেপ্টম্বর) জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আবু তাহের আযাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উখিয়া উপজেলা আওয়ামী লীগ কমিটি ভেঙে দেয়া হয়নি বা তাদের কার্যক্রম স্থগিত করা হয়নি। উপজেলা আওয়ামী লীগ তাদের কার্যক্রম সুষ্ঠু ও ঐক্যবদ্ধভাবে চালাতে পারলে সম্মেলন প্রস্তুতি কমিটির কোনো প্রয়োজন থাকে না। কাজেই সাময়িকভাবে দেয়া উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মানের সঙ্গে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ৯ সেপ্টেম্বর উখিয়া উপজেলা আওয়ামী লীগের ৩৩ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী ওরফে রাজা শাহ আলমকে। এ নিয়ে উখিয়ায় সরকারদলীয় রাজনীতি সরগরম হয়ে ওঠে।

এদিকে শাহ আলম চৌধুরী ওরফে রাজা শাহ আলম উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পের মসজিদে মসজিদে খতমে কোরআন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন। দোয়া মাহফিলের একটি ভিডিও সোমবার রাতে প্রচার পাওয়ার পর কক্সবাজারজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

একটি অসমর্থিত সূত্র জানায়, সম্মেলন কমিটি সুন্দরভাবেই এগুচ্ছিল। কিন্তু কৌশলে কেউ রোহিঙ্গা ক্যাম্পের মসজিদে রোহিঙ্গাদের দিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ওরফে রাজা শাহ আলমকে প্রধানমন্ত্রী বানাতে মাহফিল করায়। এটির ভিডিও ধারণ করে ছড়িয়েও দেয় তারা। দোয়াটি ভালোভাবে নেয়নি আওয়ামী লীগের ঊর্ধ্বতন মহল। ফলে সম্মানের সঙ্গে কমিটি সরিয়ে নেয়া হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *