fbpx
হোম আন্তর্জাতিক রাশিয়ার বিরুদ্ধে যেভাবে জিততে পারে ইউক্রেন, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়ার বিরুদ্ধে যেভাবে জিততে পারে ইউক্রেন, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে যেভাবে জিততে পারে ইউক্রেন, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0

যদি সঠিক অস্ত্র পায়, তবে রাশিয়ার বিরুদ্ধে জিতবে ইউক্রেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন।

সোমবার কিয়েভ সফর থেকে ফেরার পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

কিয়েভের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে অস্টিন বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয়েছে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে।

তিনি বলেন, ইউক্রেনে লড়াই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, তাই দেশটির দূরপাল্লার অস্ত্র দরকার; ট্যাংকও প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে পাঠানো অস্ত্রের কী ঘটছে যুক্তরাষ্ট্রের পক্ষে তা নজরদারি করা সম্ভব নয়। কেননা সেখানে যুক্তরাষ্ট্রের সেনা নেই। তবে ইউক্রেনীয়দের বলেছি, অস্ত্রগুলো যেন ভালোভাবে নজরদারি করা হয়।

অস্টিন বলেন, জয়ের জন্য প্রথম শর্ত হলো— আপনাকে বিশ্বাস করতে হবে আপনি জিততে পারেন। আমরা বিশ্বাস করি, আমরা জিতব, তারা জিততে পারবে যদি তাদের হাতে সঠিক অস্ত্র থাকে এবং যথাযথ সমর্থন পায়।

পেন্টাগনপ্রধান বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।

এর আগে কিয়েভে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সফর নিয়ে গোপনীয়তা রক্ষা করা হয়।

তারা সফর শেষ করে ইউক্রেন থেকে চলে আসার পর ওয়াশিংন এ বিষয়ে জানায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *